টিটিতে আমার প্রথম পোষ্ট ও সাহায্য চাওয়া। দয়া করে সাহায্য করুন। ব্লগার ও এডসেন্স নিয়ে ঝামেলায় পরছি। অভিজ্ঞ ব্লজ্ঞার ভাইয়েরা সাহায্য করুন ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।

বেশি কথা না বলে সরাসরি আমার সাহায্যের কথা শুরু করি । আমার একটি ব্লগার সাইট আছে । কয়েকদিন আগে পর্যন্ত এটার ড্যাসবোর্ডে "Earnings" নামের অপশনটা ছিল । কিন্তু এখন সেখানে "Campain" লেখা দেখা যাচ্ছে । আসলে আমার ইউটিউব দিয়ে পাওয়া একটি এডসেন্স একাউন্ট আছে । আর ব্লগের বয়স ৬ মাসের থেকে বেশি । চাইছিলাম এড শো করাতে । কিন্তু এখন তো
"Earnings" অপশনটাই নাই । আমি কীভাবে আবার সেই "Earnings" অপশনটা শো ফিরে পেতে পারি ? অথবা কীভাবে এর এড শো করাতে পারি ।

এই ঝামেলা হওয়ার পেছনে দায়ী হিসেবে একটা জিনিস মনে করতে পারি । আর তা হল, দুই দিন আগে লেআউট টেস্ট করার জন্য কয়েকটা পোষ্ট কপি করছিলাম । কিন্তু আমার সাইট লাইভ ছিল না । কেউ সাহায্য করলে অত্যন্ত কৃতজ্ঞ থাকব ।

Level 0

আমি যাকারিয়া হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হয়ত গুগল কর্তৃপক্ষ কপি-পেস্ট করার কারনে ব্লক করে দিয়েছে। সেই জন্য গুগলে আবেদন করে দেখতে পারেন। সেখানে যদি সাময়িকভাবে ব্লক করা হয় তাহলে আইডি ফিরে পাবার সম্ভাবনা থাকে। অপরদিকে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা অনেক জটিল একটি ব্যাপার। হাজারটা নিয়ম। আমি জীবনে ৩ বার ধরে খেয়ে এখন ব্যবহার করিনা। এর থেকে ইয়ালিক্স, চিটিকা ব্যবহার করে দেখতে পারেন। গুগলের পাশাপাশি চলবে। -ধন্যবাদ।

@ফেরী ওয়ালা

অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য । না ভাই সেরকম কিছুই হয়নি । আসলে আমিই বুঝতে পারিনি । ওটা আমার ভাষা বাংলা থাকার কারনে হয়েছিলো । আবার ইংলিশে চেঞ্জ করে দেয়ার পরে ঠিক হয়ে গেছে ।