android ফোন এর জন্য সাহায্য চাই

আমার নাম লিপটন। এটা আমার প্রথম টিউন।আর আমি আমার প্রথম টিউনে আমি আমার একটা সমস্যার সমাধান চাইব android এর জন্য।plzzz help me

আমি android কিনতে চাচ্ছি।but কোনটা কিনব তা বুঝতে পারতেছি না । আমার বাজেট ১০,০০০ টাকা । বাজারে এই দামে আনেক মোবাইল দেখেছি । china সেট গুলো ভাল কনফিগার আসে but china ।আবার brand এর সেটে ভালো কনফিগার পাওয়া যায় না । আমার কোনটা কিনা ভাল হবে????? ভাই এই নেয়া আনেক টেনসোন এ আসি।

আমার এক friend "Samsung Galaxy Ace NXT" কিনছে কিছু দিন আগে ৮৯৯৯ টাকা দিয়া । কিন্তু ওর নাকি ৮ জিবি মেমরি লাগাইলে একটু সমস্যা হয় ।

Level 0

আমি এইচডিজে লিপটন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

walton gh+ kinte paren

ভালো ব্রান্ডে মধ্যে Galaxy Core 2 টা ভালো নিতে পারেন । (বাজেট একটু বাড়াতে হবে)
চায়না ব্রান্ডের মধ্যে হলে –
Okapia Xcite – ৮,৯৫০/= টাকা ।
৪.২.২ জেলিবিন – ৪.৫ ইঞ্চি ডিসপ্লে (IPS) – ১ জিবি র‌্যাম – ৮ জিবি রোম – ৫ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা – ১৭০০ mAh
Primo GH3 (New) – ১০,৯৯০/= টাকা ।
৪.৪.২ কিটক্যাট – ৪.৫ ইঞ্চি ডিসপ্লে (IPS) – ১ জিবি র‌্যাম – ৮ জিবি রোম – ৮ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা – ১৮০০ mAh
(আমার পছন্দ) Xiaomi RedMI 1s
৪.৪.২ কিটক্যাট – ৪.৭ ইঞ্চি ডিসপ্লে (IPS -312 ppi) – ১ জিবি র‌্যাম – ৮ জিবি রোম – ৮ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা
ব্যাটারী – ২০০০ mAh । OTG সাপোর্ট করে । (ইন্ডিয়াতে দাম – ৫,৯৯৯/= রুপী) বাংলাদেশে পাইতে মুসকিল ।
তবে এর অলটারনেটিভ হিসাবে Primo R3 টা দেখতে পারেন । (মানে নয় ডিজাইনে – অর্থাত দুধের স্বাধ ঘোলে মিটানো) ।

Level 0

Ok..apnar jonnee china better…brand bhalo paben na..so you can watch this..
Xplorer H100 and Primo GH3..

আপনি walton ব্র্যান্ডের গুল ট্রাই করে দেখুন । যথেষ্ট ভাল মান আর যদি পারেন আর ২ হাজার টাকা বাজেট বাড়ান আরেক্তু ভাল মানের পাবেন 🙂

আমি সাপোর্ট করি Walton Primo GH3 বা Symphony H100.
আর ভাল ব্যাটারী ব্যাকআপের জন্য Walton Primo HM.

অনেক অনেক ধন্যবাদ ভাইরা । নতুন maximus ix সেট টা কেমন হবে ???