প্রিয় টেক টিউনার, এটাই আমার প্রথম টিউন। আমি Techno T700 মোবাইল মডেম হিসেবে আমার পিসিতে ব্যবহার করতে চাই কিন্তু পারছিনা। এর আগে একজন অবশ্য চাইনা এবং সিটিসেল মোবাইল কে মডেম হিসাবে ব্যবহারের টিপস দিয়েছিলেন কিন্তু কাজ হচ্ছে না। এ ব্যাপারে কেউ কি কোন সাহায্য করতে পারে। দয়া করে সাহায্য করেন।
আমি Roman Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.techtunes.io/download/tune-id/17108/
এই টিউনটাতে ছোখ বুলান। এরপর ও যদি না পারেন, আওয়াজ দিয়েন। আর কোন জায়গায় গিয়া আটকাইয়া যান তা বইলেন, আমি দুনিয়ায় আছি !
ও Techno T700 এই জিনিস তো চায়নার ? নাকি ? আর কোন সিম ইউস করতে চান ? মোবাইল কিনার সময় এর সাথে দুকান্দার কোন ডিস্ক দিছিল?