Techno T700 মোবাইলকে মডেম হিসাবে ব্যবহার করতে চাই! এ ব্যাপারে কেউ কি সাহয্য করতে পারেন।

প্রিয় টেক টিউনার, এটাই আমার প্রথম টিউন। আমি Techno T700 মোবাইল মডেম হিসেবে আমার পিসিতে ব্যবহার করতে চাই কিন্তু পারছিনা। এর আগে একজন অবশ্য চাইনা এবং সিটিসেল মোবাইল কে মডেম হিসাবে ব্যবহারের টিপস দিয়েছিলেন কিন্তু কাজ হচ্ছে না। এ ব্যাপারে কেউ কি কোন সাহায্য করতে পারে। দয়া করে সাহায্য করেন।

Level 0

আমি Roman Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/download/tune-id/17108/
এই টিউনটাতে ছোখ বুলান। এরপর ও যদি না পারেন, আওয়াজ দিয়েন। আর কোন জায়গায় গিয়া আটকাইয়া যান তা বইলেন, আমি দুনিয়ায় আছি !

ও Techno T700 এই জিনিস তো চায়নার ? নাকি ? আর কোন সিম ইউস করতে চান ? মোবাইল কিনার সময় এর সাথে দুকান্দার কোন ডিস্ক দিছিল?

    Level 0

    আলমাসকে মিস করছি
    পরিবেশ পরিস্থিতি কখন কাকে কোন দিকে যে ঠেলে দেয় তাই বলা ভার

    Level 0

    Techno T700 চায়না মোবাইল। GP এবং Banglalikn Manual ভাবে সেটিং করে সেটে নেট ইউজ করা যায়। কোন ডিস্ক দেয় নাই। https://www.techtunes.io/download/tune-id/17108/ দিয়ে চেষ্টা করেছিলাম হয় নি। USB Configuration COM pad কি?

    রোমান@ আপনি আমাকে ফোন করতে পারবেন?

    @ Roman Khan >>>
    COM Pad মানে হচ্ছে… আপনি যখন আপনার China Cell Phone-টি Switched On রেখেই এতে USB Connect করবেন তখন কতগুলো Configuration Show করবে, তখন COM Pad অথবা COM Port Select করে দিন…

    ~ !

আপনি আজ যেই সমাধান খুজছেন আমাকে ৩ মাস প্রচেষ্টার পরে এটা আবিষ্কার করতে হয়েছে, যে চায়না সেট দিয়ে কিভাবে নেট চালাতে হয়।

    আমি একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে সমর্থ হয়েছিলাম। তাও কখন জানেন? যখন আমার মডেম নষ্ট হয়েছে তখন।
    তখন মনে পড়ল আলমাসের সফটওয়্যার টা দিয়ে আর একবার টেষ্ট করা যাক। তারপর করতে পারলাম। বাসার একেবারে নিম্নমানের চায়না সেট দিয়েও করতে পারলাম।

Level 0

মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ, কিন্তু আমি পারি নাই!

আপনার মোবাইলে Bluetooth থাকলে নিচের লিংকটি দেখুন, অবশ্যয় পারবেন…

https://www.techtunes.io/internet/tune-id/31938/