আসসালামু আলাইকুম,
আমার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড এবং পেপাল অ্যাকাউন্ট না থাকায় আমি কিছু থিম কিনতে পারছি না। আমি কিছু থিম কিনতে চাচ্ছি একটি সাইট থেকে। তারা ক্রেডিট কার্ড এবং পেপাল সাপোর্ট করে।
আচ্ছা শুনেছি আনভেরিভাইড পেপাল দিয়ে নাকি থিম, ডোমেইন হোস্টিং এছাড়া অন্যান্য অনলাইন এ পেমেন্ট বা সার্ভিস ক্রয় করা যায়। কথাটি কি সত্য? যদি সত্যি হয় তাহলে প্রতি বার ট্রানজেকশনে কত পর্যন্ত করা যায়? বড় কোন কিছু যেমন ২০০ ডলার বা তার উপরে কোন কিছু কিনতে গেলে কি সমস্যা হবে? নাকি কেনা যাবে না। আমি দুইটি থিম ও কিছু অ্যাড অন কিনতে চাই।
আমি যদি একটা নতুন পেপাল অ্যাকাউন্ট করি নিজ নামে কিন্তু অন্য একটা দেশের ঠিকানা দিয়ে তাহলে তারপর তাতে যদি ওডেক্স থেকে ডলার লোড করি তারপর তা দিয়ে কি সাথে সাথে থিম/ডোমেইন/হোস্টিং ইত্যাদিসহ অন্যন্য অনলাইন সাইটের সার্ভিস ক্রয় করতে পারবো?
অভিজ্ঞরা একটু সাহায্য করুন। প্লিজ আপনার অভিজ্ঞতা জানান। মতামত দিন। ধন্যবাদ।
আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Paypal এ $535 পর্যন্ত লিমিট, সেহেতু আপনি আনভেরিফাইড পেপাল দিয়ে এর নিচের আমাউন্ট ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। তবে কিছু সাইট যেমন GoDaddy, HostGator ইত্যাদি থেকে ডোমেইন, হস্টিং নিতে গেলে অবশ্যয় আপনার ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট লাগবে।
কোন কোন ওয়েবসাইট থেকে আপনি আনভেরিফাইড পেপাল দিয়ে কাজ সারতে পারবেন সেটা জানতে এবং বিস্তারিত জানতে এই ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন- http://www.earnwebtips.com/2013/05/how-to-buy-domain-using-unverified.html 🙂