এশেজ ক্রিকেট ২০১৩ গেম প্রবলেম

আমি , এইচপি প্যাভিলিয়ন ডিভি - ৬ ব্যাবহার করি । আমার ল্যাপটপের কনফিগারেশন নিচে দিলাম =

প্রসেসর - ইন্টেল কোর আই ৭ ২৬৭০কিউএম  ২.২০ গিগাহার্জ , র‍্যাম - ৪ জিবি ( ২.৪৫ জিবি ইউসেবল ) , গ্রাফিক্স - এটিআই রেডিওন এইচডি ৬৪৯০এম , স্ক্রীন রেজুলেশন - ১৩৬৬x৭৬৮ , ডাইরেক্ট এক্স১০।

আমি এশেজ ক্রিকেট ২০১৩ গেম কিনেছি । এটা রিলোডেড ভার্সন । গেম চালালে মেনু সব ঠিকঠাকই আসে , কিন্তু খেলতে গেলে আসল সমস্যা বের হয়। খেলা শুরু হলে এত স্লো মোশনে খেলা হয় যে , বোলারের দৌড়িয়ে ক্রিজ পর্যন্ত যেতে কমপক্ষে ৭ সেকেন্ড লাগে । গেমের অপশনে গিয়ে অনেক খুঁজাখুঁজি করেছি কিন্তু গেমের স্পিড বাড়ানোর কোন অপশন পাই নি । প্লিজ কেউ আমার প্রবলেমের একটা সল্যুশন দিন । আমি আবার ক্রিকেট গেমের বড় ফ্যান।

Level 0

আমি বখতিয়ার ফাহিম প্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস