বাংলাদেশ ভারত সম্পর্ক গাঢ় হলেও তারা আমাদের কেমন চোখে দেখে সেটা দেশের আপামর জনগণ ভাল বলতে পারবেন। অনেক দিনের শখ ছিল ভারতে বেড়াতে যাবে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ভীসা ই-টোকেন এমন একটা অবস্থায় পৌছেছে যা কিছু দালাল ছাড়া ই-টোকেন কেউ বুকিং দিতে পারছে না। এই ই-টোকেন এক সময় ১/২শ টাকায় বুকিং হত এখন বিভিন্ন দালাল চক্র একটা ই-টোকেন বাবদ ১/২ হাজার টাকা দাম হাকাচ্ছে। আমি ঢাকা সেন্টার থেকে গত এক মাস ধরে চেষ্টা করেও টোকেন বুকিং দিতে পারছি না। যখন টোকেন ছাড়া হয় তখন সার্ভার টাইম রিসেট দেখায় বার বার। কথা হচ্ছে দালাল চক্র যদি ভীসা বুকিং দিতে পারে আমরা সাধারণরা কেন পারব না।
টেকটিউনস যেহেতু প্রযুক্তিবীদ দের ঘাটি তাই সবার সাহায্য চাই। কেউ বলে এটা বিশেষ একটা সফটওয়ার দিয়ে টোকেন বুকিং দেয়া যায়। আবার কেউ বলে ইন্ডিয়ান ভীসা সেন্টারের সার্ভার হ্যাক করে করা যায় তাই টেকিদের ওই দিতে একটু নজর দিতে বলছি।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
জি ভাই এটার একটা সমাধান চাই প্লীজ কেউ help করেন