ইন্ডিয়ান ভীসা ই-টোকেন নিয়ে টেকিদের সাহায্য চাই

বাংলাদেশ ভারত সম্পর্ক গাঢ় হলেও তারা আমাদের কেমন চোখে দেখে সেটা দেশের আপামর জনগণ ভাল বলতে পারবেন। অনেক দিনের শখ ছিল ভারতে বেড়াতে যাবে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ভীসা ই-টোকেন এমন একটা অবস্থায় পৌছেছে যা কিছু দালাল ছাড়া ই-টোকেন কেউ বুকিং দিতে পারছে না। এই ই-টোকেন এক সময় ১/২শ টাকায় বুকিং হত এখন বিভিন্ন দালাল চক্র একটা ই-টোকেন বাবদ ১/২ হাজার টাকা দাম হাকাচ্ছে। আমি ঢাকা সেন্টার থেকে গত এক মাস ধরে চেষ্টা করেও টোকেন বুকিং দিতে পারছি না। যখন টোকেন ছাড়া হয় তখন সার্ভার টাইম রিসেট দেখায় বার বার। কথা হচ্ছে দালাল চক্র যদি ভীসা বুকিং দিতে পারে আমরা সাধারণরা কেন পারব না।

টেকটিউনস যেহেতু প্রযুক্তিবীদ দের ঘাটি তাই সবার সাহায্য চাই। কেউ বলে এটা বিশেষ একটা সফটওয়ার দিয়ে টোকেন বুকিং দেয়া যায়। আবার কেউ বলে ইন্ডিয়ান ভীসা সেন্টারের সার্ভার হ্যাক করে করা যায় তাই টেকিদের ওই দিতে একটু নজর দিতে বলছি।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাই এটার একটা সমাধান চাই প্লীজ কেউ help করেন

Level 0

right… atar akta shomadan chai………..

Right……Ai site tar akta somadhan cai…..programmer vi ra plz plz help koren…….

Level New

প্রতিদিন সকাল ৮ টা ২৩ মিনিটে ডেট পাওয়া যায় । বাট কনফার্ম ডেট দিলে পেজ এরর দেখায় । আমি ৪ দিন ট্রাই করেও সফল হতে পারিনি ।

Level 2

srver time 8:40 to 9:00 +/- 5 minute. Sun to Thursday.

Level 2

try it by google chrome old version.

ভাই আমি ১মাস ধরে চেষ্টা করছি date পাচ্ছিনা,please কিছু করেন please.

I need the solution tooooooooooooo……

ভিসা কি ভাবে যচাই করতে হয় কেউ কি বলতে পারবেন | ধরেন আপনি একটা দেশে যাবেন এটার যাবতিয় তথ্য ভিসা দেখে বলা যাবে …..

Level 0

vi ami o 2 din dore try korci hoy ni.date ase conform korle page erore dekai.kew help koren vi.amer email id: [email protected]

তবে চট্টগ্রাম বিভাগে কারো টোকেন লাগলে আওয়াজ দিতে পারেন-০১৯১৯ ৮৯ ৬২ ১৪

    Level 0

    @imran ahmed: Vai plz help koren amak. Date pacci na. Date pai to , confirm e click korle hoi na. Vison duschinta r moddhe aci. Jodi proper solution dite paren obossoi apna k ami khusi kobo.
    Tobe chattogram o error show korce akhon

আমাদের এই টি টি তে এমন কোনো প্রগ্রামার কিংবা হেকার নাই যে এর সমাধান দিতে পারে l
এটা অনেক লজ্জার বিষয় l

@HEERA_81: পুরাতন ভার্সন তো অনেক আছে। সঠিক কোন ভার্সন টা দিয়ে ভালো ফলাফল পাওয়া যাবে বলতে পারেন…………?

    Level 2

    @মোঃইমরান হোসেন খোকন: ২০১২ এর শেষ দিকের রিলিজ গুলি ব্যাবহার করতে পারেন যেমন ২২ বা ২৩ এর মধ্যে।

Brother 1 kag koran , Apne ke database banatay paran?