আমি আজ ১৭ দিন হোল পিএনএস নিউজে জয়েন করছি। আমি স্টাফ রিপোর্টের হিসেবে জয়েন করছি। কিন্তু নিউজের পাসা পাসি আমাকে ভিজিটরের দিকেও খেয়াল রাখা লাগে। আমি সাধারণত ফেছবুকে সেয়ার ছাড়া কিছু জানি না। কিন্তু সময় কাটানর জন্য আমি টেকটিউন্সে একাউন্ট করি এবং আমার প্রতিটি লিখার পরে আমি আমার নিউজ এজেনছির লিংক দিচ্ছিলাম। দেখি ভালো কিছু ভিজিটর আসছে। আর ফেছবুকের পস্টে কিছু পরিবর্তন আনতেই আমাদের বাংলাদেশের আলেক্সা রাঙ্কিং অনেক কমে যায়। এখন বস আমাকে বলছে তুমি সুধু মার্কেটিং দেখবা! কিন্তু মজার বিসয় হোল আমি তেমন কিছু জানি না।
এখন দয়াকরে আমাকে কেও হেল্প করুণ। আমি কি করে ফেছবুকের লিইক বাড়াবো? কি করে আমার নিউজ সাইটের ভিজিটর বাড়াব? কিওয়ার্ড নিয়ে কাজ কি করে করবো? দয়া করে হেল্প করবেন প্লিজ।
আমিআদের নিউজ এজেনছি দেখতে ক্লিক করুন এখানে।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলেক্সা রাঙ্কিং যত কমবে page rank ততো বাড়বে।