ইউপিএস নিয়ে সমস্যা সাহায্য চাই জরুরী

আমার ইউপিএস টি গত ১ বছর ভালই সার্ভিস দিয়ে আসছে ।গত কয়েক দিন থেকে ইউপিএসটি সমস্যা করছে ।সমস্যাটি হল হল ইউপিএস অন অফ ভালো মতো হয় কিন্তু বেকআপ দিচ্ছে না,যখনই কারেন্ট যায় তখন ইউপিএসটি সাথে সাথে বন্ধ হয়ে যায় তাই আপনাদের  মনে করলাম দয়া করে কেউ  সাহায্য করেন

Level 0

আমি সাইফল ইসলাম বরকতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মো: সাইফুল ইসলাম। ঢাকা নরসিংদী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাটারি খারাপ অথবা সার্কিটের কানেকশন বা পার্টসে সমস্যা। আপনি আপনার ইউপিএস কোন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান দ্বারা মেরামত করে নিন। অথবা আপনি আপনার ইউপিএস কুরিয়ারে খুলনায় আমার কাছে পাঠাতে পারেন, আমি মেরামত করে দেব।

Level 0

আমি কিছুদিন আগে এই রকম সমস্যায় পরেছিলাম পরে এলিফ্যান্ট রোড মার্কেট থেকে ৮০০ টাকায় (৬ মাসের গ্যারান্টি সহকারে ) ব্যাটারি পরিবর্তন করি । এখন আর সমস্যা হয় না ।

Level 0

মোস্তফা ভাইয়ের সাথে একমত
ব্যাটারী খারাপ হতে পারে
তবে আপনি যেহেতু বলেছেন মোটেই ব্যাকআপ দেয় না, কানেকশনের সমস্যা ও হতে পারে, এবং এটা হপবারই সম্ভবনা বেশি, কিন্তু আপনি উল্লেকজ করেননি এটার চার্জ ঠিক মত হচ্ছে কি না