এইচটিএমএল , সিএসএস, এইচটিএমএল ৫, সিএসএস ৩, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএসডি টু এইচটিএমএল ৫- সিএসএস ৩ , প্রফেশনাল পিএইছপি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট,
পূর্ন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাই।আমার পক্ষে ঢাকা তে যেয়ে শেখা সম্ভব না। খুলনাতে কোন প্রতিষ্ঠান আছে কিনা জানিনা যদি টেকটিউন এ কেউ খুলনার থেকে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।খুলনাতে কোন জাইগায় প্রতিষ্ঠান আছে যারা সম্পূর্ন নিজের করে শিখাবে আর কেউ যদি নিজে শিখিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আর তার নম্বার টা দিবেন প্লিজ।
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাতে ধরিয়ে কাউকে শিখানো সম্ভব না, তবে গাইডলাইন , টিউটোরিয়াল দিতে পারি, আর বেধে গেলে ফোন দিতে পারেন নো প্রোবলেম , যারা ইনন্টারনেট থেকে টিউটোরিয়্যাল দেখে দেখে কাজ শিখছে তাদের হেল্প করতে রাজি আছি সব সময় , তাই আপনি শুরু করতে চাইলে আপনাকে ফোন দিতে পারেন ,
আমি এই টেকটিউনস থেকেই হাতে খরি নিয়েছি এখন থিমফরেস্টের জন্য থিম ডেভেলপ করি।