আসসালামু-আলাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আমি ভাল নাই।কারন কয়েক দিন যাবত আমার গুগল ক্রমো ব্রাউজার সমস্যা দিচ্ছে।তাই অনেক সাইট ব্রাউজ করতে পার।ছি না।অনেক চেস্টা করার পর অবশেষে আপনাদের সরনাপন্ন হলাম।আমাকে সাহায্য করুন।আমি ব্রাউজার সম্যার কারনে পিসি নতুন করে ইনস্টল করি।তারপরও একই সমস্যা।নিচে স্ক্রীন শর্ট দেওয়া হল আপনাদের সহযোগিতার অপেক্ষায় রইলাম।আশা করি সহযোগিতা পাব।ধন্যবাদ সবাইকে।
আমি druntopothik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে আপনি আপনার টাইমজোন অনুযায়ি কম্পিউটারের সময় ঠিক করুন,এতে যদি প্রবলেম ঠিক না হয় আপনি আপনার এন্টিভাইরাসের SCAN ENCRYPTED CONNECTION OF বা HTTPS CONNECTION SCAN অফ করে দিন আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে……..ধন্ন্যবাদ
প্রথমে আপনি আপনার টাইমজোন অনুযায়ি কম্পিউটারের সময় ঠিক করুন,এতে যদি প্রবলেম ঠিক না হয় আপনি আপনার এন্টিভাইরাসের SCAN ENCRYPTED CONNECTION OF বা HTTPS CONNECTION SCAN অফ করে দিন আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে……..ধন্ন্যবাদ