আসসালামু আলাইকুম,
আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা আমি কিছুদিন যাবত একটা বড় ধরনের সমস্যায় পরেছি, আমি আমার Symphony W68 Android Phone Root করতে পারছি না। কিছুদিন আগেও রুট করা ছিলো কিন্ত হঠাত করেই আমার মোবাইল unroot হয়ে গেলো। উল্লেখ্য যে আমি কিছুদিন আগে আমার মোবাইল থেকে BusyBOX Software টা Uninstall করেছিলাম।
এরপর আমি Farmaroot দিয়ে আমার ফোন রুট করার চেস্টা করি। "Bomir" এ ক্লিক করলে এই লেখা আসেঃ
এটা ছাড়াও আমি অন্য কিছু Method Try করেছিলাম রুট করার জন্য । সেগুলোর মধ্যে vRoot অন্যতম। কিন্ত vRoot দিয়েও রুট হয়না। এইরকম দেখায়ঃ
অনেকে ভাবতে পারেন যে ADB Install করা লাগবে আমার মোবাইলে। কিন্ত ADB আগে থেকেই Install করা আছে। দেখুন ADB Install করতে গেলে কি বলেঃ
সুতারাং শ্রদ্ধেও ভাই ও বোনেরা আমি এখন কি করবো কিছুই বুঝতেছিনা। আমি জানি টেকটিউনসে অনেক মোবাইল এক্সপার্ট আছে, এবং আমার বিশ্বাস আপনাদের মধ্য থেকে আমার এ সমস্যার সমাধান কেউ না কেউ দিতে পারবেন। কারও যদি সমস্যাটির সমাধান জানা থাকে তাহলে অবশ্যই আমকে হেল্প করবেন। আজকের মত এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।
ME ON FB (you can help me via pm hear)
আমি বনী আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুআলাইকুম, আমি বনী আমিন (নোমান)। সরকারি BM Collage Barisal এ পড়াশুনা করি। কারও উপকার করতে পারলে ভালো লাগে।
Via srs root dia root koren 100% hobe. Amar o ei problem hoichilo