PC চালু হয় না সব সময়? কি করা যায় বলবেন……

সবাইকে আমার সালাম নিবেন।

বেশ কিছু দিন ধরে

আমার পিসিতে একটি সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে -পিসি চালু করার সময় মনিটরে লা

ইন আসার পর একটা শব্দ করে তবে এই

শব্দ র‌্যামের না আলাদা। এবং আর চালু হয় না। তবে একটা অদ্ভুদ ব্যপার হচ্ছে যদি পিসিটা ২ বা ৩ ঘন্টা বন্ধ করে আবার চালু করা যায় তবে বেশ ঠিক ঠাক চালু হয় কম্পিউটাররের সকল কাজ করা যায়। এরপরও যদি আবার কম্পিউটার পুনরায় রিস্টার্ট দি তবে আবার সেই শব্দ করে আর কম্পিউটার চালু হয় না।

এই করম সমস্যার সমধান আমি বুঝে উঠতে পারছিনা। করি করা যায় দয়া করে বললে বেশ উপকৃত হতাম। ধন্যবাদ-

Level 0

আমি RaSeL_bd70। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ram ta ke khule poriskar kore lagan.