অনেক কষ্ট করে একটা সাইট তৈরি করলাম।গুগল এডসেন্সের জন্য ১৮ বার ট্রাই করে ১২ টা জিমেইল আইডি নষ্ট করেছি।
গত ১ সাপ্তাহ থেকে এডসেন্সের পেছনে না ছুটে পোষ্ট বাড়িয়েছি।এখন এডসেন্সের জন্য এপ্লাই করতে ভয় করছে।
দয়া করে সহায়তা করূন।
1.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দেয়ার জন্য প্রগ্রামার ভাইদের অনুরোদ জানাচ্ছি।
2.এডসেন্সের জন্য আমার সাইটি আর কি কি করতে হবে দয়া করে বলুন।
3.পোষ্টের একদম নিচে ১.২.৩.৪.৫ ইত্যাদি আকারে পোষ্ট সংখ্যা দেখতে চাইলে কি করতে হবে?
4.কমেন্ট বক্সকে কিভাবে বাংলা ও আকর্শনীয় করা যাবে।
৫.বিড বার্টাইজারের এড আংশিক দেখাচ্ছে কেন?
দয়া করে সাহায্য করূন।
আমার সাইটটি এখানে,
Thanks,
আমি Techtunegroup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই কাব্য শুধু ফেলে আসা জীবনের জন্য, এই কাব্য ব্যাথিত হৃদয় বাসীদের জন্য,যারা জীবনকে চেনে ধূলোময় আবার বৃষ্টি স্নান পল্ববীর মত। হাত চুয়ে যারা আগুনের উত্তাপ পেয়েছে। আবার যারা ভূম ছাইয়ের মত বেচে আছে। যারা ভালবাসা বিদায় জানায় নি,তবে পুরনো প্রেমকে হাসি মুখে বিদায় জানিয়ে।
https://www.techtunes.io/tuner/sakil13/
* সাহায্যঃ সাহায্য চাই: গুগল এডসেন্স এডস সম্পর্কে …
* বাংলা সাইটেও আনুন এডসেন্স এর আকর্ষণীয় বিজ্ঞাপন।
* গুগল এডসেন্স সম্পর্কে
এই গুলো চার্স করে দেখতে পারেন,অনেক তথ্য পাবেন আশাকরি।