আমি গত সপ্তাহে একটি ডোমেইন কিনেছি। http://www.BDmaps.com আমি চাচ্ছি, এখানে বাংলাদেশের সকল গ্রামের বা ওয়ার্ডের ম্যাপও থাকবে।
প্রতিটি গ্রামের একটি ৫ ডিজিটের কোড নাম্বার দিতে চাই। সেজন্য আমার একটা স্ক্রিপ্ট দরকার। গুগল করে তেমন কিছু পাইনি হয়তো সঠিক সার্চ করতে পারিনি। স্ক্রিপ্ট টা হবে রিলেটেড ড্রপ ডাউন মেনু লিষ্ট। অর্থাৎ একটি ড্রপ মানু সিলেক্ট করা হলে সেটার ভেলু অনুযায়ী পরের ড্রপডাউন মেনু পরিবর্তন হবে। এবং ফাইনালী একটি কোড দেখাবে। ঠিক এই পেইজটির মত http://www.bangladeshpost.gov.bd/PostCode.asp ।
এই স্ক্রিপ্ট টি কোথায় পাওয়া যাবে কিভাবে সেট করলে পেজ লোড হতে সময় কম লাগবে বা আরো কোনো উন্নত উপায় আছে কিনা এ ব্যাপারে অভিজ্ঞদের সাহায্য চাই।
সেই সাথে আমার কাছে ইউনিয়নের নামের লিষ্ট, আছে কিন্তু গ্রামের নামের লিষ্ট কোথায় কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে কারো জানা থাকলে দয়া করে জানালে উপকৃত হতাম।
আমি Alom। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।