আমি যখন কোন video cut করার পর প্লে করি তখন দেখা যাচ্ছে যে subtitle এর সাথে সময় match করছে না।
যেমন আমি যদি প্রথম ১০ মিনিট cut করে আলাদা করি এবং তারপর play করি তখন কিন্ত video টি ০০.১০.০১ সময় থেকে শুরু না হয়ে ০০.০০.০১ সময় থেকে শুরু হচ্ছে অথচ আমি কিন্ত প্রথম ১০ মিনিত ফেলে দিয়েছি। আবার subtitle এর কোন পরিবর্তন করিনি। যার কারনে video এর টাইম এবং subtitle er সময় মিলছে না।
প্লিজ আমাকে সাহায্য করুন আমি কিভাবে বা কোন software ব্যাবহার করে এ সমস্যার সমাধান পেতে পারি কিনা?
আশা করি এতে অনেকেই উপকৃত হবে।
এটি আমার প্রথম টিউন। ভুল ত্রুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি munika15। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www . techtunes. com. bd /download / tune-id / 230787