ফেইসবুকে এপ্লিকেশন তৈরি করতে চাই।

আসসালামু আলাইকুম
প্রিয়,টেক টিউন ভাইয়াদের কাছে নিন্ম লিখিত বিষয়ে সাহায্য চাই।টেক টিউনে আমার নতুন পদার্পন।আর এটি আমার প্রথম পোষ্ট।তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।

  • ১.ফেইসবুকে এপ্লিকেশন তৈরি করার নিয়ম জানতে চাই।
  • ২.ফেইসবুক থেকে আয় করা যায় এমন তথ্য কি সত্য?সত্য হলে কিভাবে।কেউ কি সহজ ভাষায় তা আমার কাছে বর্ণনা করতে পারবেন।
  • ৩.এই বিষয়ে কিছু তথ্য টেক টিউনের পাতায় আছে যা সার্চ করে আমি পড়েছি,তবে সত্য হল কিছুই বুঝতে পারি নি এবং খুবই সামান্য তথ্য দেয়া আছে।আর এই সাইটেও একটা পোষ্ট পড়েছি তবে এত কঠিন ভাষায় বলা হয়েছে যে আমি এক বিন্দু বুঝতে পারি নি।আপনাদের কাছে এই বিষয়ে লিখা কোন ওয়েব ঠিকানা থাকলেও শেয়ার করূন।

ধন্যবাদ।

Level 0

আমি Techtunegroup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই কাব্য শুধু ফেলে আসা জীবনের জন্য, এই কাব্য ব্যাথিত হৃদয় বাসীদের জন্য,যারা জীবনকে চেনে ধূলোময় আবার বৃষ্টি স্নান পল্ববীর মত। হাত চুয়ে যারা আগুনের উত্তাপ পেয়েছে। আবার যারা ভূম ছাইয়ের মত বেচে আছে। যারা ভালবাসা বিদায় জানায় নি,তবে পুরনো প্রেমকে হাসি মুখে বিদায় জানিয়ে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apne help chaben ??? kintu apne to tune post korcen…

    Level 0

    পোষ্ট না করলে আপারা জানবেন কি করে?আশ্চর্য মানুষ!

এই সম্পর্কে আমার আইডিয়া কম। তবে লেনিন ভাইয়ের http://ronyiut.wordpress.com/2009/10/20/create-facebook-application-yourself-html/ এই পোস্টটা দেখতে পারেন। হয়তো কিছুটা হেল্প পেতে পারেন এখান থেকে।

    Level 0

    ভাই,সহজে ও বাংলা ভাষায় চাই।টেক টিউনে কত বড় বড় টিউনারের হাক শুনা যায়।এই বিষয়ে সহজ বাংলায় কেউ লিখতে পারেন না?

http://thinkdiff.net/category/facebook/ এই লিংকটি দেখুন। আশাকরি উপকারে আসবে।

    Level 0

    কোন উপকারে আসে নি।

    Level 0

    কি চাইলাম আর আপনি কিসের লিংক দিলেন।যে সাইটেই যাই,এক জিনিস ঘুরে ফিরে পাই।এস,ই,ও ব্লগ পোষ্ট,টাকা টাকা আর টাকা।কেউ কি সহজ করে কিছু বলেছে?যেটা বলার ক্ষমতা নাই সেটা বলার সাহস করা তো উচিত না।

http://www.stylephp.com/ এবার এইটা দেখুন। ধাপে ধাপে একটি এপ্লিকেশন তৈরী করার স্ক্রীনশটসহ বর্ণনা দেয়া হয়েছে। এপ্লিকেশনটি ডাউনলোডও করে নিতে পারবেন।

    Level 0

    হা,হা,হা বাংলা ভাষায় থাকলে বলুন।

স্ক্রীনশট দেখে যদি না বোঝেন তবে আমার মনে হয় আপনার জন্য বাংলা ফেসবুক করতে হবে !!! ফেসবুক এপ্লিকেশন কী আপনি বাংলায় তৈরী করবেন ???

    Level 0

    স্যার,ভুল বললেন–
    ফেইসবুক আমার জন্য বাংলা করতে হবে না।আপনি হয়ত জানেন না যে, ফেইসবুককে বাংলায় রূপান্তরিত করা যায়।
    আর,
    আমি জানতে চেয়েছে-অ্যাপ্লিকেশন তৈরি করার নিয়ম কেউ বাংলা ভাষায় বুঝিয়ে বলুক।তার জন্য ফেইস বুক কে বাংলা করার প্রয়োজন নাই।
    ধন্যবাদ।

Level 2

apni facebook clone download kore akta notun facebook banaite paren
atai sob theke sohoj