পেপাল বিশেষজ্ঞ টেঁকি ভাইদের বলছি………………


আমি বেশ কিছু দিন ধরে পেপাল ব্যাবহার করছি (৬ মাস +), যা কিনা Payonner কার্ড দ্বারা ভেরিফাই করা। কিন্তু আমি পেপাল এর Master Card ব্যাবহার করতে চাই। আমি যতদূর জানি সেজন্য পেপালের Business Account দারকার, এটা কি সত্যি ? আমার কিছু USA Relatives আছে, যাদের ঠিকানা ব্যাবহার করে, পেপাল Master Card Receive করে, পরে সেটা দেশে নিয়া আসতে পারি। এরপর লোকাল ATM বুথে use করতে চাই।

আমি এখন Payoneer Master Card use করছি, প্রতিটি withdrawal- কিন্তু জানা যায়, Payoneer login করলে। যে আমি কোন বুথ ব্যাবহার করছি। তাই যদি আমি Paypal এর Master Card ব্যাবহার করলে তো ওদের Data base এ একটা History থাকবে যে আমি কোন বুথ ব্যাবহার করছি। যদিও আমাদের দেশে Paypal permitted  না। এই ক্ষেত্রে কি আমার Paypal ব্যান্ড হবার কোন সম্ভাবনা আছে কি ???????

যদি কোন ভাই Paypal Master Card Use করেন জানাবেন প্লীজ। সমাধান আশা করছি টেঁকি ভাইদের কাছ থেকে।

Level New

আমি subro82। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ও এই বিষয়ে কিছু জানার দরকার।

বিষয়টা চিন্তা করার মত। আমার ও পেওনির কার্ড আছে। পেপাল মাস্টার কার্ডের ব্যাপার টা জানা দরকার।

Level 0

আমার ও পেওনির কার্ড আছে। পেপাল মাস্টার কার্ডের ব্যাপার টা জানা দরকার।

ভাই পেওনির কার্ড দিয়ে পেপাল একাউন্ট ওপেন করালে কি পরে কোন ঝামেলা হবে কি?

    Level New

    @হাবিব:

    হাবিব ভাই, আমার এখনও কোন ঝামেলা হয়নি। তবে করার আগে খুব ভাল ভাবে সমস্ত বিষয় জানবেন। নয়ত পরে ঝামেলা হবে। নিচের Tune টা খুব ভাল ভাবে পড়ে, তারপর চেষ্টা করেন। আমি কিন্তু এভাবেই করেছিলাম। এখনও ব্যাবহার করছি, কোন ঝামেলা ছাড়া। https://www.techtunes.io/paypal/tune-id/194216

এখানে অনেক গুলো বিষয় জানার আছে আসোলে প্রথমত আপনার Payoneer Card এর Activity Paypal জানবে না তা জানা সম্পুর্ন বেয়াইনি হ্যা তবে আপনি যদি কিনা ওই Card দিয়ে পেপাল এর মাধ্যমে অনলাইনে লেন্দেন করেন তাহলে পেপাল এর ডাটাবেস এ রেকর্ড থাকবে। আপনি payoneer card কোন ATM বুথ ব্যাভার করছেন তা ফ্যাক্ট না ।

এবার ২য় আপনি আপনার Paypal Card যদি অন্য কারো মাধ্যমে আনান সেক্ষেত্রে অনেক গূলো ঝামেলা ই হতে পারে প্রথমত paypal card একটি নির্দিস্ট সময় এর মধ্যে এক্টিভ করতে হয় এর বেশি সময় লাগলে সমস্যায় পরবেন
২য়ত Paypal Card এর First Transection কথায় হয়েছে তা Check করা হয় মানে Card আনার পরে আপনি প্রথম Transection কোথায় করেছেন তা সেই বুথ কি US না NON-US, NON US হলে ঝামেলা।
আরো কিছু ভেরিফিকেশন পেপাল করে থাকে।

USA তে দিন দিন FInancial Transection গূলো অনেক কঠর ভাবে Monitor করা হচ্ছে আপনি হয়ত যানেন Payoneer US এ অফিস থাকা সত্তেও US Client নিতে পারে না।

সর্বপরি কথা হল ভাই আপনি যেভাবে পেপাল ব্যাভার করছেন তা রিতিমত প্রতারনা কারোন আপনি US Citizen বা Permanent Resident না কিন্তু আপনি US Citizen বা Permanent Resident হিসেবে Financial Transection করছেন যা US Law SEC125,155,AB11 এর আওতায় পরে এরপর paypal এর TC তো আছে-ই।

আপনি একসময় না একসময় ব্লক হবেন-ই তবে হ্যা আপনি যদি US Citizen বা Permanent Resident এবং দেশের বাইরে থাকেন তাহলে কোন সমস্যা নেই আপনি যেখানে খুশি বসে Transection করতে পারেন।

আর আরো একটি কথা paypal card নিতে আপনার US ID Copy লাগবে ।

    Level New

    @BD Payment Service: “আপনি একসময় না একসময় ব্লক হবেন-ই”

    তবে আপনার জানা মতে কোনটি ভাল উপায়। তবে আমরা কি পেপাল ব্যাবহার করতে পারব না।

Level 0

Master Card ar Order dila delivarir janno koi din wait kora lage…… ???