আমি বেশ কিছু দিন ধরে পেপাল ব্যাবহার করছি (৬ মাস +), যা কিনা Payonner কার্ড দ্বারা ভেরিফাই করা। কিন্তু আমি পেপাল এর Master Card ব্যাবহার করতে চাই। আমি যতদূর জানি সেজন্য পেপালের Business Account দারকার, এটা কি সত্যি ? আমার কিছু USA Relatives আছে, যাদের ঠিকানা ব্যাবহার করে, পেপাল Master Card Receive করে, পরে সেটা দেশে নিয়া আসতে পারি। এরপর লোকাল ATM বুথে use করতে চাই।
আমি এখন Payoneer Master Card use করছি, প্রতিটি withdrawal- কিন্তু জানা যায়, Payoneer login করলে। যে আমি কোন বুথ ব্যাবহার করছি। তাই যদি আমি Paypal এর Master Card ব্যাবহার করলে তো ওদের Data base এ একটা History থাকবে যে আমি কোন বুথ ব্যাবহার করছি। যদিও আমাদের দেশে Paypal permitted না। এই ক্ষেত্রে কি আমার Paypal ব্যান্ড হবার কোন সম্ভাবনা আছে কি ???????
যদি কোন ভাই Paypal Master Card Use করেন জানাবেন প্লীজ। সমাধান আশা করছি টেঁকি ভাইদের কাছ থেকে।
আমি subro82। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ও এই বিষয়ে কিছু জানার দরকার।