ল্যাপটপ ডাক্তার / experts হেল্প করেন , আমার ল্যাপটপ ১ মাস যাবত ঘুমায় না :'( ,Dont ignore plzzzzz…..

 

আমি শাওন টেক-টিউন্স এ আছি বহুত দিন যাবতই ,কোন দিন কোন হেল্প চাওয়ার বা টিউন করার অভিজ্ঞতা হয় নাই, শুধু টিউনে পরেই গিয়াছি  😛

কিন্তু আজ কিছু হেল্প না চায়ে পারলাম না , তাই কোন বিশেষ এক্সপার্ট যদি হেল্প করতেন তবে খুবই উপকৃত হতাম ,যদি কেও সমস্যাটার সমাধান জানেন দয়া করে ignore করবেন না plzz,

কথায় আসা যাক,  কিছু দিন আগে আমি একটি ল্যাপটপ কিনেছি HP pavilion n-245tx , ল্যাপটপটির clock rate কিছুটা কম হলেও অনেক ভাল একটা ল্যাপটপ , [configaration : Intel i5(4th gen,clock rate 1.6-2.3 ultrabooster,mobility proceesor),4gb RAM,2GB dedicated amd radeon 8670 ddr3 graphics memory,14inh brightview led monitor]

যাই হোক review দিতে আসি নি, সমস্যা টা হচ্ছে ,

আমি যখন উইন্ডোজ ৭ চালাতাম সব ঠিক ছিল ,কিন্তু আমার varsity সকল বন্ধুদের দেখা দেখি এবং ল্যাপটপ টিও উইন্ডোজ ৮ সাপোর্ট করাতে উইন্ডোজ ৮.১ দেই , সব কিছু ঠিক মত চলছে কিন্তু পিসি হটাতই sleep mode যাচ্ছে না , LID [shutter] বন্ধ করলে বা sleep mode দিলে মনিটর বন্ধ হচ্ছে কিন্তু পাওয়ার সুইচ এর বাতি নিভছে জলছে না, একবারে জলে থাকছে , মানে sleep mode যাচ্ছে না , আমি গুগলএ আনেক খুঁজেছি সমস্যার সমাধান এর জন্য অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই সুফল পায় নাই আমি ফাইল sharing এবং ipv6 network mode disable করে রেখেছি তাও সমস্যা র সমাধান পায় নাই , যদি কেও সমাধান তা জানেন please answer দিয়েন কারন আমার পিসি সারাদিন অন রাখতে হয় , এই সমস্যা এর একটা সমাধান খুব জরুরি...............................................................।।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shawan , AIUB তে EEE তে আছি, #টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি । #কোন কিছু নষ্ট করতে সেরা । #সমস্যা কে খুব ভাল লাগে , তাই সমসসার মধ্যেই থাকি..........................................আর কিছু বলার নাই ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kew help koren …plz