টেকটিউন এডমিনদের দৃষ্টি আকর্ষন করছি

আমি টেকটিউনস এর একজন নিয়মিত ভিজিটর। টিউন করা হয় না। তবে প্রতিদিন ভিজিট না করতে পারলে ভাল লাগে না। অনেক আগে সাহায্য ক্যাটাগরিতে একটি টিউন করেছিলাম। কিন্তু ইউজারনেম এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার আর কিছু করা হয়নি। কয়েকদিন আগে অনেক কষ্টে রিকভার করতে পেরেছি। কিন্তু এখন আরেকটি সমস্যায় পরেছি। যদিও সমস্যাটা সকল টিউনারদের মনে হয়। আমি যখন কোনো টিউন করছি  টিউমেন্টগুলো টিঊমেন্টস এ পাওয়া যায় কিন্তু যদি অন্য কারো টিউন এ টিউমেন্ট করি রিপ্লেগুলো পাওয়া যায় না। টিউনগুলো খুজে বের করে দেখতে হয়। সমস্যাটা হল, প্রতিদিন টেকটিউনে এত পরিমান টিউন বের হয় যে, একটু বেশি সময় গেলে আর সহজে খুজে পাওয়া যায় না।

কিছু কিছু মোডিফিকেশন করলে অর্থাৎ অল টাইম ভিজিবল একটা নোটিফিকেশন বার অথবা একটি আলাদা মেনু অপশন থাকলে খুব সুবিধা হয়। যেখানে, নতুন সব টিউন এর নোটিফিকেশন এবং টিউমেন্ট, রিপ্লে এর নোটিফিকেশন পাওয়া যাবে।

যদি আমার সমস্যার কোনো স্যলুশন থাকে তবে যানাবেন। আর আমি ভুল হলে ক্ষমা করবেন। টেকটিউন আমার ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে না। রিকমেন্ডেশন মানা বা না মানা তাদের নিজস্ব ব্যাপার। আমি শুধু আমার মতামত জানানোর চেষ্টা করেছি মাত্র।

Level 0

আমি Arpan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম…. এডমিনরা এই বিষয়ে একটু নজর দিন।

#admin ভাইয়ারা সাহায্য করুন । :v

একমত

Level 0

এই ধারনাটা খুব ভাল এবং কার্যকর…………….
এধরনের পদক্ষেপ নিলে তো খুব ভাল হয়…….

সহমত

আমিও একমত।

আগে কোন টিউমেন্ট করলে সেখানে কেউ রিপ্লাই দিলে তা মেইলে পৌছে যেত। বেশ কিছুদিন যাবৎ সেটাও হচ্ছে না। তাই কোথাও টিউমেন্ট করলে তার আর কোন খোজ খবর নেয়ার সুযোগই পাচ্ছি না।

@শিহাব খান: Shomot vai apnar sathe ami ai jinis ta kheal korchi

Level 0

Shohomot.

কাজের কথা বলেছেন!

একমত

ভাইয়ের সাথে আমিও একমত। টিটির এটা একটা দুর্বল দিক।

সবাইকে ধন্যবাদ কমেন্টস এর জন্য। আমি যে সমস্যা অনুভব করেছি তার বর্ননা করেছি মাত্র। আপনাদেরও সমস্যা মনে হলে এডমিনদের জানান। পরিক্ষা চলে, তাই এত পরে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।