টেলিটক ৩জি মডেম নিয়ে সমস্যা, টেকি ভাই দের কাছে হেল্প চাচ্ছি

টেলিটক ৩জি মডেম ৩ মাস ব্যবহার করছি , কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত পরিমানে    Automatic Disconnect হয়ে যায় । নেটওয়ার্ক লেভেল ৫ থাকা সত্তেও কানেক্ট

হয় না । এমতবস্থায় আমি কি করতে পারি । আর ইউএসবি পোর্ট ছাড়া কি অন্ন কোন পোর্টে ৩জি ব্যবহার যোগ্য  ইন্টারনাল  অথবা এক্সটারনাল মডেম আছে কিনা

যে মডেম   Automatic Disconnect  সমস্যা থেকে মুক্তি দিতে পারে ।

ভাইদের কাছ থেকে সাহায্য চাই । প্লিজ ..................

বিঃ দ্রঃ আমি ৫১২ কপিবিএস এ নেট ব্যবহার করি ।

Level 2

আমি মাহফুজুর রহমান বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apni recoonect use koren

Level 0

ভাই, এটা তেমন Problem না। আপনি Motherboard এর সাথে সরাসরি যে USB Port আছে সেটা তে try করুন । বার বার Modem খুলবেন না। History, junck file clean করে pc restart দিয়ে দেখুন। এক সময় হয়ে যাবে। আমার friend এর ও same problem ছিল।

Level New

windows er kon version use koren ?

Level 0

মডেম সমস্যা ।

আমার জিপি মডেমে এই সমস্যা হইছিলি………। মডেমই বাদ দিছি নতুন আরেকটা কিনছি। আমার মনে হয় আপনার মডেমে সমস্যা।

    @ইউনুস আহমেদ কোমল: ইউএসবি পোর্ট ছাড়া কি অন্ন কোন পোর্টে ৩জি ব্যবহার যোগ্য ইন্টারনাল অথবা এক্সটারনাল মডেম আছে ? কেউ আমাকে পরামর্শ দিন প্লিজ ।

আমার জিপি মডেমে এমন টা ছিলো। পিসির সামনের উই এসবি পুট দিয়ে কানেক্ট করলে এমনটা হোতো । পরে পিসির পিছনের উই এস বি দিয়ে লাগিয়ে কানেক্ট করতাম। এটি মূলত মডেম এর সফ্টওয়ার প্রবলেম। আপনার পিসির লোকাল এরিয়া কানেকসন ১, ২, ৩ বা ৪ যেটা মডেম নিজে ক্রিয়েট করে নেয় সেটা মডেম ধরতে পারে না।
হতে পারে এমনটা হচ্ছে ।।।।

    @Momen Hasan: ভাই ধন্যবাদ , ১ম বার প্রবলেম এ ২ মিনিট পর পর disconnect হত তাই সে সময় উইন্ডোজ দিয়ে ছিলাম কিন্তু পরে আর উইন্ডোজ দিয় নি । আর যদি সফটওয়্যার এর সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান kindly কিন্দল্য এক্তু জানাবেন ?

      @মাহফুজুর রহমান বিপ্লব: ভাইকি সবগুলো ইউ এস বি পুট ব্যবহার করে দেখেছেন? আপনি সবসময় যে ইউ এসবি পোর্টটি ব্যবহার করেন ঐটা বাদ দিয়ে পেছনে অন্য ইউ এস বি পোর্ট গুলো ব্যবহার করে দেখেন।

Level New

windows xp te ai prbolem hoy. windows 7 e problem hoyar kotha na. apny konta use koren.?