আমার একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড প্রয়োজন। বাংলাদেশের কোন ব্যাংক থেকে কি পেতে পারি?

আসসালামু আলাইকুম,

আপনাদের যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা একটু মতামত দিন প্লিজ। বাংলাদেশের অনেক মানুষের হাতেই এখন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড রয়েছে। ফলে বাংলাদেশের অনেকেই তাদের নিজেদের ক্রেডিট কার্ড দিয়েই godaddy সহ অন্যান্য যায়গায় নিজের ডোমেইন/হোস্টিং/বিদেশী সাইটে রেজিষ্ট্রেশন/ফ্রিল্যান্সিং এ পে করার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করছেন।

আপনারা প্লিজ একটু বলবেন, বাংলাদেশের কোন ব্যাংক থেকে কি ক্রেডিট কার্ড পেতে পারি? সেটা কিভাবে?

আমি payoneer সম্পর্কে জানতে চাইনা। কিংবা অন্যান্য কোন virtual card সম্পর্কে জানতে চাইনা।

শুধু বলুন, বাংলাদেশের কোন ব্যাংক (যেমন: ডাচ বাংলা ব্যাংক) থেকে কি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পাওয়া যায?

ধন্যবাদ আপনার সময়ের জন্য্

Level 0

আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ড ব্যবহার করছি । আপনাকে ইন্টারন্যাশনাল ইউজের জন্য ফরেন কারেন্সি লিমিট এনডোর্স করে নিতে হবে । এর জন্য পাসপোর্ট নিয়ে ব্যাংক এ গেলেই হবে ।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

ami aga Standard Chartered kaj korsi ami apnaka international credit card ar babosta kora dita parbo……ami credit card details nia akta tune korsilam but published por account block kora dai…jaihok apne amar shata contact korta paran

    Level 0

    @iwtbah007: ভাই আপণার সাথে কি ভাবে যোগাযাগ করবো ? Email id অথবা mobile number যদি দিতেন !

ভাই, আমি কারো সাথে কন্ট্রাক্ট করে ক্রেডিট কার্ড নিতে চাইনা।
কিছু মনে করবেন না, আপনি যদি জানেন যে, ক্রেডিট কার্ডটি কিভাবে পেতে পারি, কি কি প্রয়োজন ইত্যাদি আরো অনেক তথ্য।
যদি পারেন এখানে লিখুন। আর যদি এখানে লিখতে মনে না চায় তাহলে প্লিজ ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে কন্ট্রাক করতে পারবোনা।
আপনি এখানে লিখলে আরো অনেকের উপকার হবে।
ধন্যবাদ।

Level 0

টিউনার ভাই, ভদ্র লোক(
iwtbah007) মনে হয় আপণাকে যোগাযোগ করতে বলছেন,চুক্তি করার কথা বলছেন না । ভালো থাকবেন । আর পদ্ধতি টা জানার পর আমাদের জানাতে ভুলবেনা কিন্তু।

আপনি BRAC BANK এ যোগাযোগ করে দেখতে পারেন। আমি যতটুকু জানি সেখানে একটি FC (Foreign Currency) Account করলে তার বিপরীতে একটা International Debit Card দেয়-যা দিয়ে আপনি বিদেশী সাইট থেকে কেনাকাটা করতে পারবেন। তবে এ ব্যাপারে শুধুমাত্র ব্রাক ব্যাংকের গুলশান ব্রাঞ্চ এ যোগাযোগ করতে হবে। আমি নিষ্চত হয়ে তথ্যটা দিতে পারলাম না -তাই তথ্যটি ভুল হলে ক্ষমা করবেন।