odesk আমার জীবন শেষ করে দিয়েছে।

কোন ভায়োলেন্স করিনি অথজ আমার একাউন্ট পার্মান্টেলি ব্যন করা হয়েছে। ওডেক্সে এত সুন্দর প্রোফইল থাকা সত্বেও আমার একাউন্ট কেন সাসপেন্ড করে দেওয়া হল? কেন আমার জীবন কে ধ্বংস করে দেওয়া হল? ওডেক্সে আমার প্রচুর টাকা জমা আছে। অথচ আমার একাউন্ট কে ধংস করে দেওয়া হল। বাংলাদেশে ওডেক্সের কেউ আছে যে সরাসরি ওডেক্সের সাথে জড়িত। আমি হেল্প চাই। আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। আমাকে সাহায্য করুন। আর লেখার শক্তি পাচ্ছি না।

https://www.odesk.com/users/~01d944a6bc92f2241c

Level 0

আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Al Shahriat Karim ভাই,

ভয় পাওয়ার কিছু নাই। আমার ও same প্রবলেম হইছিল। কিন্তু অ্যাকাউন্ট ফেরত পাইনি , টাকা পেয়েছিলাম। আপনি সাপোর্ট -এ contact করেন, ওরা টাকা দিয়ে দিবে। একটু অপেক্ষা করতে হবে। So be cool.

    Level 0

    @subro82: Please bro can you tell, why oDesk banned you permanently? I am really very much concern regarding this. Please tell us.

    @subro82: আমার টাকার দরকার নাই। একাউন্ট টা পাইলেও গত।

    @Zia Uddin Ahmed: সবচেয়ে মজার ব্যাপার কি, আমি আমার দোষ টা জানতে চেয়েছিলাম। কেউ টার উত্তর দিতে পারেনি। অথ্যাৎ কি কারণে আমার ওডেক্স একাউন্ট ব্যান করা হল কাষ্টমার সাপোর্ট ও জানে না।@subro82: আমার ‍দু:খটাকি জানেন মাত্র 15 বছর বলতে পারেন বাংলাদেশের সবচেয় কম বয়সে ফ্রিলান্সিং করি। কিন্তু আমি আমার মুল্য পেলাম না। আমার এই পোষ্ট যে কেউ শেয়ার করতে পারেন।

চিন্তা করো না, অ্যাকাউন্ট হয়ত ফেরত পাবা না, কিন্তু ওরা টাকা দিয়ে দিবে ।

টাকা পেয়ে যাবেন ভাই। তবে একটু দ্রুত ওদেরকে মেইল করে বিষয়টা জানান।

Level 0

টাকা পেয়ে যাবেন ভাই ।

Level 0

সাপোর্ট -এ contact করেন,টাকা পেয়ে যাবেন ভাই ।

Level 0

taka pabe bujlam but amn ta holo keno seta to jana dorkar … ki hoite pare ai problem er karon ?

কিছু বলার নাই ভাই, আমার ৫০০০ ঘণ্টা এবং ১০ টা রানিং প্রোজেক্ট সহকারে আমার একাউন্ট সাসপেন্ড করে দেয়, ৯০০ + ডলার ছিল আমার একাউন্টএ, কোন টাকা ফেরত পাইনি, আমার বায়ারদের কে ফেরত দিয়ে দেওয়া হয়েছিলো, তবে আমার এক বায়ার আমাকে সেদিন সরাসরি আমাকে টাকা পাঠিয়েছিলো, আর তার কাজ আজও সরাসরি করে যাচ্ছি,

সে দিন আমার খুব খারাপ লেগেছিল, সুধু সেই দিন নয় অনেক দিন লেগে গেছে আমার সেই দুঃখ ভুলতে, আপনার মনের অবস্থা আমি বুজতে পারছি, আমি জানি আপনি অদেস্ক এর থেকে টাকা না আপনার একাউন্ট ফিরে পাবার আশা করছেন।

    @রুবেল: ভাই আমার কাছে উল্টা ডলার চাইলে আমি তাও দিতাম।

      @Al Shahriat Karim: সবচেয়ে মজার ব্যাপার কি, আমি আমার দোষ টা জানতে চেয়েছিলাম। কেউ টার উত্তর দিতে পারেনি। অথ্যাৎ কি কারণে আমার ওডেক্স একাউন্ট ব্যান করা হল কাষ্টমার সাপোর্ট ও জানে না।

আমার মনে হয় Odesk এ ভন্ড Moderator এর আবির্ভাব হয়েছে যে কিনা অন্যের ভাল সহ্য করতে পারে না, এরকম বাটপারি Odesk করলে ওখানে কাজ না করাই ভাল।

    @Zia Uddin Ahmed: ভাই আমার বষয় যখন পনের তখন থেকে ফ্রিলান্সিং করি। এতদিন কিছু হল না গত কাল হঠাৎ করে কি হয়ে গেল বুজলাম না।

ব্যাপারটা জেনে দুঃখিত হলাম। 🙁 যাইহোক আপাঙ্কে অনেক পরে দেখলাম। আপান্র অনেক পোস্ট দেখেছি টেক্তিউন্স সহ অনান্য গ্রুপে। আপনি শুধু সাহায্য নেন, কাউকে সাহায্য করেন না। 🙁

যাইহোক যদি পার্মানেন্ট ব্যানড করে থাকে তাহলে আর পাবেন না। আর যদি অনলি Financial account banned kore তাহলে ফিরে পাবেন সিওর।

আর অয়াকাউন্ট কেন বাতিল করছে সেটা দেখায় যাচ্ছে। আপনি Al Shahriat Karim আর account হল আপান্র বাবার নামে। তাই আপনিই কি যুক্তি দেখাবেন বলনে?

ওডেস্ক এ kilart ba slideshow এর মত কোন ভিডিও দেয়া যাবে না। আপনি দিছেন।

যাইহোক এখন নিজের নামে নতুন করে শুরু করেন।

আর পারলে অন্যদের সাহায্য করেন। শুধু সাহায্য নিলেই কি হবে?

“শুরু হল হেল্প দিয়ে, শেষও হল হেল্প দিয়ে।

শুভ কামনা রইল।

    @সাইফুল ইসলাম সোহেল: ভাই আমার কাছে কেউ সাহায্য চাইলে আমি তাকে ফিরাই না। কিন্তু সাহায্য না চাইলেিআমি কি করতে পারি?

Level 0

আমার ও same প্রবলেম হইছিল। কিন্তু অ্যাকাউন্ট ফেরত পাইসি ।সে অনেক ঘটনা,বললে হয়ত
হাসবেন ।প্রথেমে আমি odesk help center e যোগাযোগ করি এবং ওদের একজন মেয়ে কর্মকর্তার সাথে contact করি।পরে ওই মেয়ের সাথে প্রেম করি এবং অর দিয়ে আমার কাজ হাসিল করি। এখনও ওই মেয়ের সাথে আমার
contact আছে ।
Name: Roshelle Anne De Belen
Home : San diago(Californiea)
my odesk account : https://www.odesk.com/users/~0109524cd5716388da

সাইফুল ইসলাম ভাই এর সাথে একমত। আপনি ফেক একাউন্ট খুলে কাজ করছিলেন, তাই আপনার একাউন্ট ব্যান করা হয়েছে।
আপনি এই দুইটি নাম্বারে কন্টাক্ট করে দেখতে পারেন কোন হেল্প পান কিনা।
০১৯৭৩৭২৭২৭৩
০১৯৭৩৭২৭২৭৪
এটা ওডেক্স এর বাংলাদেশ সাপোর্ট এর নাম্বার

ভাই আমার একাউন্ট ছিল ভেরীফাইড। সো ফেক একাউন্টের কোন প্রশ্নই আসে না।

প্রথমত একাউন্ট চালাচ্ছেন আপনি অথচ একাউন্ট খোলেছেন অন্য নামে। আপনার বয়স ১৫ আর ওখানে মধ্যবয়স্ক একজনের ছবি। আর ওডেস্ক এর মডারেটররা এ বিষয়ে খুব সজাগ। নিজের নামে নিজের ছবি দিয়ে কাজ করুন। অযথা আইডি সাসপেন্ড হবেনা।

যাইহোক ভাই ওইসব বাদ দেন। কজের কথায় আসি, আপনার account banned tO hoy nai. পেরমানেন্ত বান্নেদ hole to profile এ ক্লিক করলে erorr আসে। মনে আপনার Financial account suspend করছে। যাক যদি আপনি চান স্কাইপে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

যদিও আপ্নিই আমাকে স্কাইপি থেকে রিমুভ করছে। 😀 কি কারনে সেটা আপ[নিই ভালো জানেন। skype: shahadath.sohag

    @Saiful Islam: ভাই আমার ছবি এটাই ছিল। আগেও ছিল। এখনো আছে।

      @Al Shahriat Karim:

      Thanks.

      Apni ektu clear kore bolento exactly ki hoiche? Mane apni ki login korte paren?

      Apni ki kono email paichen jetate bola ache je apnake permanent suspend kora hoiche? naki only financial account suspend korche?

আর একটা জিনিস আজ আবার কেন আপানর ছোট বেলার ছবি দিছেন? কাল তো আপানর নতুন ছবি ছিল?

গত সপ্তাহে আপানর অনলাইনের প্রোফাইল গুলো দেখছিলাম, আপনি আসলেই মানুষকে attract করতে পারেন । 😀

আজ হঠাত করে ছবি চেঞ্জ এর কারন কি?

Level New

@Al Shahriat Karim, আমি কিন্তু , আমার সাসপেন্ড অ্যাকাউন্ট দিয়া এখনও কাজ চলিয়ে যাচ্ছি। শুধু টাকার নেওয়ার সময় পেপাল ব্যাবহার করি। ভাইয়া তুমি এটা করতে পার। আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ১ বছর আগে, কিন্তু কাজ করা থামেনি। So চালিয়ে যাও। আমি ৪+ বছর যাবত Odesk এ কাজ করছি। তুমি চাইলে আমার সাথে (skype: subro82) contact করতে পার।

https://www.facebook.com/zapalak পলক সাহেবের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সরকারী হস্তক্ষেপ কামনা করছি।

এরা কিছুই করবে না আমার জন্য।

Level 0

Odesk এবং Elance এর Management এক হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে Elancer Country Manager (Saidur Mamun Khan) ই এই দুটি Market Place এর হয়ে কাজ করছেন। এ ব্যাপারে আমি oDesk Authority এর সাথে কথা বলেছি। আপনি একটা কাজ করতে পারেন। সরাসরি সাইদুর মামুন খান এর সাথে যোগাযোগ করতে পারেন। ওনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপনি ওনাকে মেসেজ পাঠিয়ে যোগাযোগ করুন। একটু দেরিতে হলেও উনি আপনার সমস্যার সমাধান দিবেন আশা করি। সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন কোন সমসসায় পড়বেন, সেটা যাকে দিয়ে সমধান করবেন, তার সাথে খুব cordial থাকতে হবে।
https://www.facebook.com/smkshanto?fref=ts%5D

আপনি ওডেস্ক এর Country Manager (Saidur Mamun Khan) এর সাথে যোগাযোগ করুন

Level 0

ভাইয়া আমিও ফ্রীলান্সিং করি। বয়স ১১ বছর। আমি আমার আব্বুর ও চাচার কাছে থেকে দেখে দেখে ফ্রীলান্সিং শিখেছি। আমদেস ওডেস্ক ও ইলান্স এ কাজ করি। এখন পর্যন্ত আমি ও আমার আব্বু মিলে প্রায় $১৮০০০ আয় করেছি। আমরা মুলত এডমিন সাপোর্ট এর কাজ করি। তাই মাঝে মাঝে পলিচি ভঙ্গ হয়। এ পর্যন্ত আমাদের ওডেস্ক অ্যাকাউন্ট ২ বার পার্মানেন্টলি সাসপেন্ড হয়েছিল। কিন্তু অনেক রিকুয়েস্ট করার পর আবার খুলে দিয়েছে। শেষ বার খুলে দেবার আগে আমার কাছ থেকে একটা ফাইলে সাইন নিয়েছে। এবার যদি সাসপেন্ড হয় তবে আর খুলে দিবে না।

আপনি ও আপনার যে অ্যাকাউন্ট সাসপেন্ড সেটা থেকে অনেক টিকেট খোলেন। অদের সাথে লাইভ চাট করেন। অরা যতবার বলবে কিছু করা যাবে না তত বার অদের রিকুয়েস্ট করবেন। আর চেষ্টা করবেন সব সময় আক জনের সাথে চাট করতে। একটা চাট ক্লোজ হবার ১-২ মিনিটের মধ্যে এবার চাট রিকুয়েস্ট করলে একয় এজেন্ট কে পাবেন। রিকুয়েস্ট করা চালিয়ে জান। তাদের কাছে নত শিকার করেন। ভুল না করলেও নিজের ভুল তাদের কাছে শিকার করেন। কারন তারা অন্নের ভুল ধরিয়া দিতে বিরক্তি বোধ করে। এসব কান্ট্রি ম্যানেজার এর সাথে যোগাযোগ করে কিছু হবে না। আমি করেছিলাম কিছু হয় নাই। তারাও চাট এজেন্ট দের মত কথা বলে। হার মানবেন না। রিকুয়েস্ট করা চালিয়া জান।

Level 0

ভাইয়া আমিও ফ্রীলান্সিং করি। বয়স ১১ বছর। আমি আমার আব্বুর ও চাচার কাছে থেকে দেখে দেখে ফ্রীলান্সিং শিখেছি। আমরা ওডেস্ক ও ইলান্স এ কাজ করি। এখন পর্যন্ত আমি ও আমার আব্বু মিলে প্রায় $১৮০০০ আয় করেছি। আমরা মুলত এডমিন সাপোর্ট এর কাজ করি। তাই মাঝে মাঝে পলিচি ভঙ্গ হয়। এ পর্যন্ত আমাদের ওডেস্ক অ্যাকাউন্ট ২ বার পার্মানেন্টলি সাসপেন্ড হয়েছিল। কিন্তু অনেক রিকুয়েস্ট করার পর আবার খুলে দিয়েছে। শেষ বার খুলে দেবার আগে আমার কাছ থেকে একটা ফাইলে সাইন নিয়েছে। এবার যদি সাসপেন্ড হয় তবে আর খুলে দিবে না।

আপনি ও আপনার যে অ্যাকাউন্ট সাসপেন্ড সেটা থেকে অনেক টিকেট খোলেন। অদের সাথে লাইভ চাট করেন। অরা যতবার বলবে কিছু করা যাবে না তত বার অদের রিকুয়েস্ট করবেন। আর চেষ্টা করবেন সব সময় এক জনের সাথে চাট করতে। একটা চাট ক্লোজ হবার ১-২ মিনিটের মধ্যে আবার চাট রিকুয়েস্ট করলে একই এজেন্ট কে পাবেন। রিকুয়েস্ট করা চালিয়ে জান। তাদের কাছে নত শিকার করেন। ভুল না করলেও নিজের ভুল তাদের কাছে শিকার করেন। কারন তারা অন্নের ভুল ধরিয়া দিতে বিরক্তি বোধ করে। এসব কান্ট্রি ম্যানেজার এর সাথে যোগাযোগ করে কিছু হবে না। আমি করেছিলাম কিছু হয় নাই। তারাও চাট এজেন্ট দের মত কথা বলে। হার মানবেন না। রিকুয়েস্ট করা চালিয়া জান। একদিন আমার মত বিজয় হবেন।

ALL THE BEST!!!!

Level 0

আরেক টা কথা অদেস্ক কে কখনই বলবেন না যে আপনার বয়স ১৫ বছর। তাহলে আপনার টা ও সাসপেন্ড করে দিবে। বল্ববেন কমপক্ষে ১৮ বছর

Level New

ভাই, আজকে আমার আইডি অ্যালার্ম শো করছে – Financial Account …………………………… has been suspended. Please contact customer support. লাইভ চ্যাট করেছি, ওরা বার বার বলে আপনার Account permanently suspended. আর কিছু বলে না, কারন জানতে ছাইলে বলতে পারে না । সবার শেষে আমি বললাম আমারতো only financial account suspend hoyeche, but আমিত সবি করতে পারছি, তারপর বলেকি, আপানার request ti risk management a send kore dicchi.

তবে Saiful Islam ভাইয়ের কোথায় আক্তু ভাল লাগছে, ভাই amr only Financial Account …………………………… has been suspended. আমার াccount কি ফেরত পাব, প্লীজ হেল্প মি ।

আমি আপানার শাথে স্কাইপিতে কথা বলব @Saiful Islam ভাই ।