আমি কিছুদিন আগে HTML এবং CSS শিখা শেষ করলাম । এখন javascript শিখব ভাবছি। কিন্তু এটা শিখার আগে আমি HTML এবং CSS দিয়েই কিছু ওয়েবসাইট বা ওয়েবসাইট টেম্পলেট বা ওয়েব পেজ বানাতে চাচ্ছি । ইতিমধ্যে আমি কয়েকটা ওয়েবপেজ দেখে সেভাবে সেটা বানাতে চেষ্টা করেছি । কিন্তু আমার মনমত কোনটিই হয় নি নাকি শুধুমাত্র এই ২ টি টপিক দিয়ে সেরকম বানানো সম্ভব নয় ?
আমি আসলে এই ২ টো টপিক আরও ভালভাবে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতে চাচ্ছি । তারপর javascript শিখতে চাচ্ছি ।
কি করতে পারি এখন আমি ?
আমি shetshuvro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রশ্নটি আরেকটু পরিষ্কার করা উচিত ছিল। ঠিক ধরতে পারলাম না। দু:খিত।