=======================================================================================
ল্যাপটপ কিনবো। ভাইরা একটু পরামর্শ দিন কোনটা নেওয়া যায়।আমার বাজেট মাত্র ৪৮০০০ হাজার টাকা
=======================================================================================
অনেক দিন থেকে ডেস্কটপ চালাচ্ছি ।ডেস্কটপ চালাইতে আর ভালো লাগেনা। তাছাড়া ডেস্কটপ কোথাও নেয়া যায়না। তাই ল্যাপটপ কেনার ইচ্ছা করেছি। ল্যাপটপ সম্বন্ধে বলতে গেলে আমার মোটেও ধারনা নেই।একটা জিনিস কিনলে বারবার তো আর পাল্টানো যায়না। তাই টেকটিউনসের ভাইদের কাছে পরমার্শ চাচ্ছি কোন ব্রান্ডের ল্যাপটপ নেয়া যায়। প্লিজ একটু হেল্প করুন। ল্যাপটপ দিয়ে পড়াশুনা, নরমাল গ্রাফিক্সের কাজ, কম্পোজ, ইন্টারনেট, সিডি রাইট, মেমোরি লোড, মাঝে মাঝে নরমাল গেমস খেলার ইচ্ছা আছে।
ভাই পরামর্শ দিবেন কিন্তু
আমি Emrul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই মুহূর্তে Fujitsu এবং vaio ল্যাপটপের চাহিদা বাজারে একটু বেশি । সাথে HP আর Dell ও দেখতে পারেন, তবে Toshiba থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন ।
কেনার সময় Ram, Precessor এবং Cash memory টা ভাল দেখে নিয়েন ।
বাকিগুলা সুবিধামত পরে add করে নিতে পারবেন । আর ল্যাপটপের সাথে অবশ্যই কাঁধ ব্যাগ নিয়েন, hand ব্যাগ না । তাহলে carry করতে সুবিধা হবে ।
কেনার আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলোর দাম সম্পর্কে প্রাথমিক ধারনা নিয়ে যাবেন ।