ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমি ২০১২ সাল থেকে আইফোন ব্যবহার করে আসছি। কিছুদিন ধরে আমার আইফোন এ একটি সমস্যা
করতেসে। আমার Iphone 5S iOS 7 এ appstore থেকে কিছু অ্যাপ নামালে নামানোর পর ওপেন এ ক্লিক করলে আর ওপেন হয় না। পরে home screen এ গিয়েও app টা খুজে পাওয়া যায় না। অর্থাৎ app টি hide হয়ে যায়। অন্যান্য app hide হলে সমস্যা হচ্ছিলো না। কিন্তু এই কয়েকদিন যাবত Facebook app ও Facebook Massenger এই দুইটি অ্যাপ hide হয়ে গেছে। এখন আমি খুব সমস্যায় আছি।
দয়া করে কেও সাহায্য করুন। প্লীজ!!
আমি কৃতজ্ঞ থাকব।
কারও কাছে সমাধান থাকলে comment এ লিখুন প্লীজ।
আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি ২০১২ থেকে Iphone 5S ইউস করেন???
http://en.wikipedia.org/wiki/IPhone_5S
এই লিংঙ্কে গিয়ে দেখে নিন Iphone 5S কবে রিলিস হইসে?