আমি টেকটিউনস এর সাথে প্রথম থেকেই আছি।আমি নেট এ বসলেই টেকটিউন ভিজিট করি।কিন্তু আমার দূরভাগ্য যে এখনো কোনো কাজ শিখতে পারলাম না। আমি খুলনাতে থেকে পড়াশুনা করি।টাকার অনেক টানাটানি হয় তাই ইচ্ছা হলেও নেট এ কাজ শিখতে পারি না আমি জানি অনেকেই বলবে শিখা লাগে না নেট এ অনেক টিউন আছে।কিন্তু ওডেস্ক এর কাজ করতে গেলে তো শিখতে হবে তাইনা? সাইট করতে গেলে ও টাকা দরকার টাকা দিয়ে যে করবো তেমন কোনো লোক পাইনা।আমাকে কি কেউ সাহায্যে করতে পারবেন যেন আমি অনলাইন এ একজন সফল ফ্রিলেন্স্যার হতে পারি।আমি খুলনা ডাকবাংলাতে থাকি। কেউ যদি একজন অসহায় ছেলেকে সাহয্যে করতে চান তাহলে টিউমেন্টস এর জন্য অপেক্ষায় রইলাম।
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
[email protected] এ contact করুন…