কম্পিউটার এ অভিজ্ঞদের কাছে সাহায্যের আবেদন

আসসালামু আলাইকু।

কেমন আছেন?

আশা করি ভাল আছেন। আজ আমি একটা সমস্যাতে পরছি। আমি যখন নতুন পিসি কিনেসিলাম তখন ভালই চলত। একটা সুন্দর Graphics Card ও ছিল।

তখন আমি পিসিতে খুব গেম খেলতাম। তাই বিভিন্ন জাইগা থেকে গেম পেনড্রাইভ এ করে গেম পার করার সময় ভাইরাস ধুকে জায়।

তাই আমি নতুন করে Operating System. ইন্সটল দেয়ার সিদ্ধান্ত নেই। তারপর আমি ইন্সটল ও দেই। কিন্তু আমি ইন্সটল দেয়ার আগে পিসি Backup রাখিনি । তারপর ইন্সটল দেয়ার পর আমি যখন Vice City Game টা ওপেন করলাম তখন স্ক্রীন এ লেখা ওঠে Not Enough Video Memory. তারপর এর গেমটা ওপেন হয় না। তা আমার এখন কি করার আছে?  আবার পিসিতে গেম খেলতে।

প্লিস সবাই হেল্প করেন।

Level 3

আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস