আসসালামু আলাইকু।
কেমন আছেন?
আশা করি ভাল আছেন। আজ আমি একটা সমস্যাতে পরছি। আমি যখন নতুন পিসি কিনেসিলাম তখন ভালই চলত। একটা সুন্দর Graphics Card ও ছিল।
তখন আমি পিসিতে খুব গেম খেলতাম। তাই বিভিন্ন জাইগা থেকে গেম পেনড্রাইভ এ করে গেম পার করার সময় ভাইরাস ধুকে জায়।
তাই আমি নতুন করে Operating System. ইন্সটল দেয়ার সিদ্ধান্ত নেই। তারপর আমি ইন্সটল ও দেই। কিন্তু আমি ইন্সটল দেয়ার আগে পিসি Backup রাখিনি । তারপর ইন্সটল দেয়ার পর আমি যখন Vice City Game টা ওপেন করলাম তখন স্ক্রীন এ লেখা ওঠে Not Enough Video Memory. তারপর এর গেমটা ওপেন হয় না। তা আমার এখন কি করার আছে? আবার পিসিতে গেম খেলতে।
প্লিস সবাই হেল্প করেন।
আমি মুহাম্মাদ মুনিরুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।