ইন্টারনেট কানেকশন সম্পর্কে অভিজ্ঞদের সাহায্য চাই । দয়াকরে কেউ এরিয়ে যাবেননা ।

আসসালামু ওয়ালাইকুম।
সবাইকে রমজানুল মোবারক।

৩ বছরের বেশী সময় হলো আমি টেকটিউনস পরিবারের সাথে আছি। একটা বিষয়ে বেশ কৌতূহলী হয়ে গুগুল এ অনেক খোজা খুজি করলাম কিন্তু অবশেষে কোনো সমাধান না পেয়ে টেকটিউনস এ অভিজ্ঞদের পরামর্শ নেবার সিদ্ধান্ত নিলাম। বিষয়টি সম্পর্কে কারো জানা থাকলে দয়া করে আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন।

আমি বগুড়া জেলার একটা উপজেলাতে থাকি। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো মোবাইল অপারেটরের 3G সেবা চালু হয়নি। এমনকি আমাদের এখানে বিটিসিএল বা অন্য কোনো বেসরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার ও নেই।

অথচ আমাদের এখানকার উপজেলা অফিসে কিছুদিন আগে ওয়াইফাই সেবা চালু করেছে যেখানে ইন্টারনেট এর মিনিমাম স্পিড প্রায় 1.5 mb/s । ইন্টারনেট সংযোগ এর জন্য নিচের ছবির মতো উপজেলা ভবনের ছাদে একটি টাওয়ার বসানো হইছে।

এখন আমার প্রশ্ন হচ্ছে :
১) কোনো 3G & ব্রডব্যান্ড সেবা আমাদের এলাকাতে না থাকার পরেও তারা কিভাবে এতো উচ্চ গতির ইন্টারনেট সেবা দিচ্ছে ?

২) এটা যদি ইন্টারনেট সংযোগ প্রদানের নতুন কোনো পদ্ধতি হয়ে থাকে যেটা হয়তো আমার জানা নেই তবে কোন প্রতিষ্ঠান, বা কারা এই রকম ইন্টারনেট সেবা দিচ্ছে?

৩) এই রকম ইন্টারনেট সংযোগ কি যে কেউ নিতে পারবে? নাকি এটি শুধুমাএ সরকারী অফিস এর জন্য?
আমরা যদি ব্যক্তিগত ব্যবহার এর জন্য এরকম সংযোগ নেই তবে কথায় থেকে নিবো ও কি রকম খরচ পরবে?

আমি শুধুই কৌতূহল থেকে প্রশ্ন গুলো করছিনা। অনেক কিছু শেখার ইচ্ছা থাকা সত্তেও নিম্ন গতির ইন্টারনেট সংযোগ এর কারনে কিছুই করতে পারছিনা। তাই উপরোক্ত বিষয়ে কারো জানা থাকলে আমাকে সাহায্য করবেন দয়াকরে।

Level New

আমি Parish Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 235 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার মেইল: [email protected]
ফেসবুক: facebook.com/xootil

    @Parish: ভাই সরকারী অফিসে সাধারনত টেলিফোন লাইন থাকে। আর টেলিফোন লাইনে বেশ ভালো গতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। তাই আপনি ভালো গতি পাচ্ছেন। কো প্রশ্ন থাকলে skype: imon.mahmud12

Level New

ভাই আমাদের বাড়িতেও টেলিফোন লাইন আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু তারা কোনো ইন্টারনেট সেবা প্রদান করেনা।

এখানে দুটো ব্যাপার হতে পারে। ১) এটা বিটিসিিএল এর সংযোগ আর শুধুমাত্র ওই অফিসের জন্য রুট করা আছে।
২) গ্রামিনফোনের সাথে সরকারের একটা চুক্তি হয়েছে বলে জানি আর সে সুবাদেও ওখানে এতো গতি হতে পারে এবং ‍এক্ষেত্রেও অবশ্যই রুট করা হয়েছে।