ভাই , আমি একটি রাউটার কিনতে চাচ্ছি । আমার বাজেট ১৮০০- ১৯০০ !
একটু কনফিউজড এই ব্যাপারে । রাউটারের রেঞ্জ এবং স্পিডের দিক থেকে কোনটি বেস্ট হবে ?
আর 150mbps Router এবং 300mbps router এর মধ্যে পার্থক্যটা কোথায় ? আর রেঞ্জ ডিপেন্ড করে কিসের উপর ?
এক্ষেত্রে যারা সঠিক তথ্য জানেন । তাদের সাহায্য চাচ্ছি ।
আমি রেডবক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
150mbps বা 300mbps মানে হলো সর্বচ্চ গতি। তবে বাংলাদেশে 150mbps এর বেশি লাগেনা। আপনি যেকোনো ভাল ব্রান্ডের N Router কিনলেই হবে। আর চেষ্টা করবেন এমনটা কিনতে যেটার এন্টিনা বেশি তাতে ভাল রেন্জ পাবেন।