FIFA 14 /15 খেলার জন্য কি ধরনের graphics card লাগে ?? হেল্প প্লিজ !

আমার পিসির সিস্টেম ইনফরমেশনঃ

Processor: Intel Core(TM)2 Duo E7500 2.93GHz

RAM: 2GB DDR3

Motherboard: Gigabyte G41MT-ES2L

OS: Windows-7 32-bit

এই configuration এ আমি  FIFA 14 খেলতে পারছি কিন্তু খুব স্লো আর মাঝে মাঝে আটকে যায়। কোন সমস্যা ছাড়া FIFA 14 /15 খেলার জন্য কি ধরনের graphics card লাগতে পারে যাতে পরের ভার্সনগুলোও খেলতে কোন সমস্যা না হয়।

হেল্প প্লিজ !

Level 0

আমি ফেরদৌস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমত এসব হাই এন্ড গেম খেলতে হলে উইন্ডোজ ৬৪বিট হতে হবে। র‍্যাম লাগবে ৪গিগাবাইট আর গ্রাফিক্স কার্ড লাগবে মিনিমাম ১গিগাবাইট যদি আপনি স্মুথ গেমপ্লে চান

এনভিডিয়া বা রেডন এর মিনিমাম ১ জিবি গ্রাফিক্স লাগবে, র‍্যাম মিনিমাম ৪ জিবি।

ধন্যবাদ @মুশফিকুর আর ইমরান ভাই … এনভিডিয়া বা রেডন ১ জিবি এর কোন model বা series ভালো হবে ??

র‍্যাম ২ জিবি তেই হবে। জাস্ট গ্রাফিক্স কার্ড লাগবে। আপনি Budget কম হলে AMD Radeon 6450 or বেশি হলে R7 250X নিতে পারেন।
ধন্যবাদ

FIFA 14 নিয়ে কথা হবে না, কিন্তু FIFA 15 খেলতে হলে Directx 11 সাপোর্টে‌ড গ্রাফিক্সকার্ড লাগবে। অর্থাৎ, আপনার মাদারবোর্ড এর সাথে যেই ইন্টার্না‌ল গ্রাফিক্স কার্ড দিছে, ওইটা দিয়ে চলবে না। আলাদা এক্সটার্না‌ল গ্রাফিক্স কার্ড লাগবে যা কিনা ডিরেক্ট এক্স ১১ সাপোর্ট করে।