ফেসবুক গুরুরা কই ? দয়া করে একটু সাহায্য করেন গুরুরা…

২০০৯ থেকে ফেসবুক চালাচ্ছি...তাই এই ফেসবুকটা অনেক সুখ দূঃখের সৃতির ধারক ও বাহক হয়ে গেছে..আমার ফেসবুক চ্যাট হিস্টরিতে এমন অনেক কনভারশন রয়েছে যেগুলো আমার কাছে অনেক সৃতিময়...কোন কারনে সেগুলেঅ নষ্ট হলে অনেক কষ্ট পাবো...আমি এই কনভারশন গুলো কপি করে সেভ করতে চেষ্ট কিরেছি, কিন্তু এক একটা কনভারশন বক্সে ৬০০০-১০০০০ করে ম্যাসেজ আছে...বুঝতেই পারছেন কপি করা কতো ঝামেলার কাজ !! তাই ফেসবুক গুরুদের সরনাপন্ন হলাম...আমার জিজ্ঞাসা এমন কোন উপায় আছে কি যেটা দিয়ে আমি এই চ্যাট হিস্টরি গুলো ওয়ার্ড ডকুমেন্টস অথবা পিডিএফ ফাইল হিসাবে খুব সহজে সেভ করতে পারি ? দয়া করে আমার সমস্যার সমাধান দিলে খুব উপকৃত হব...সবাইকে ধন্যবাদ 🙂

Level 0

আমি Ame Himaloy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার জানা মতে, এটা করার একটাই অফিশিয়াল উপায় আছে তা হল করে শুধু মেসেজ ব্যাকাপ করার অপশন নাই। ব্যাকআপ করলে পুরা ফেসবুক ইনফরমেশনই ব্যাকাপ করতে হবে। পিসি থেকে ফেসবুকে লগিন করে Settings অপশনে গেলে Download a copy of your Facebook data নামে একটি অপশন পাবেন। ওইটা দিয়ে ফেসবুকের ফটো, স্ট্যাটাস, ভিডিও, মেসেজ, ইনফরমেশন, ফ্রেন্ডলিস্ট এক কথায় সব ব্যাকাপ করে নিতে পারবেন পিসিতে। ধন্যবাদ