জানালা ৮.১ খোলে না কেন?

প্রিয় টেকি ভাইগণ,

অতি ঝামেলায় জড়িয়ে আপনাদের সাহায্যপ্রার্থী। ঝামেলা বিস্তারিত বিবরণ নিচে পেশ করলাম।

আমি ডুয়েল বুটে উবুন্টু 12.04 ও জানালা 8.1 ব্যবহার করি। জানালা আপগ্রেড করায় (7 থেকে 8.1) বার্গ/গ্রাব চলে গেছিলো। এরপর easy bcd নামক সফটওয়্যার দিয়ে উবুন্টু লোডার ফেরত আনি এবং পরে উবুন্টু থেকে বার্গ আপডেট করি।

পিসি রি-স্টার্ট দেবার পর OS হিসেবে জানালা সিলেক্ট করলে দেখি একটা কালো পর্দায় (উইন্ডোজ লোডার ?) আবার তিনটি অপশন : New smart linux, Grub 2, Windows (সম্ভবত easy bcd দিয়ে কেরামতি করার ফল)। ব্যাপারটা বিরক্তিকর বিধায় জানালা সিলেক্ট করে easy bcd খোলে সবগুলো বুট এন্ট্রি ডিলিট করে দিলাম। ভেবেছি নতুন কোনো মেনু এসে সমস্যা করবেনা।

কিন্তু অভাগা যেদিকে যায় সাগর পর্যন্ত নাকি শুকিয়ে যায়....জানালা আর খোলে না। লোডারে নাকি কি সমস্যা। সিডি থেকে রিকভার করতে বলল। সেই চেষ্টা করলাম। রিকভার দিতে যতই গুতাগুতি করি না কেন তার এককথা হবে না? কারণ আমার লোডার নাকি Grub 2 যেটা জানালার জন্য না!!

আমি এখন কি করিব?

(দীর্ঘ রচনায় কারো ভ্রু উচুঁ হলে তার জন্য ক্ষমাপ্রার্থী।)

Level 2

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম। আমি আশরাফ, বাড়ী চাটগাঁ। আমার তেমন কোন উচ্চাকাঙ্খা নাই, তাই চাকরি ছেড়ে মাস্টারি করি। জাতি গড়ার কারিগরের ভূমিকা (নামকাওয়াস্তে, শিক্ষকের মূল্য দপ্তরির চেয়েও কম)।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস