External TV Card এবং PC একসাথে দুই ক্যাবল দিয়ে দেখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কি যে হল তখন, PC বা TV কার্ড কোনটাই মনিটরে Show করছিল না। ভাবলাম মনিটর এ সমস্যা। Samsung এর সার্ভিস সেন্টার এ নিয়ে গিয়ে দেখি মনিটর ঠিক আছে কিন্তু TV কার্ড এ সমস্যা। TV কার্ড ওরা ঠিক করে দিল। এখন TV চলে কিন্তু PC এর ক্ষেত্রে আগের অবস্থাই আছে। তবে Welcome Screen আসার আগে Disk Checking এর সময় মনিটর Show করে কিন্তু Welcome Sound হবার পর আবার মনিটরে Signal Cable Check করতে বলে। নতুন করে Windows সেট আপ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেট আপ নেয় না। মাদারবোর্ডে এ মনে হয় সমস্যা। কি করা যায়।
আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সমস্যাটা আরো বিস্তারিত বললে হয়ত সমাধানের চেষ্টা করা যেত