আশা করি সবাই ভালো আছেন, আজ আমি এসেছি একটি সমস্যা নিয়ে বর্মান বিশ্ব হ্েচছ মোবাইলের যুগ, এর ব্যবাহর এবং এর অ্যাপসের ব্যবহার অনেক বেড়ে গেছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল আর এই অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপস এর বড় এবং জনপ্রিয় মার্ট হচ্ছে গুগল প্লে আর এখন অনেকেই অ্যাপস ডেভোলোপ করছে, কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাপস গুগল প্লে তে পাবলিশ করা, কারন গুগল প্লেতে পাবলিশার্ একাউন্ট খুলা জন্য ২৫ ডলার চার্ দিতে হয় আর এ ি পেমেন্ট দিতে হয় গুগল ওয়ালেটের মাধ্যমে, কিন্তু গুগল ওয়ালেট ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ ছাড়া গ্রহন করে না, আর তাই অভিজ্ঞ টেকি ভাইদের কাছে প্রশ্ন এই পেমেন্ট কিভাবে বাংলাদেশ থেকে করা যায় ??? কারন আমি কিছু অ্যাপস এবং লাইভ ওয়ালপেপার ক্রিয়েট করেছি কিনউত গুগল প্লে তে পাবলিশ করতে পারছি না, আর তাই টেকটিউনের আশ্রয় নিলাম
ধন্যবাদ
আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।