আমি জানি যে কোন টিউন প্রকাশ করলে তা প্রথম পাতায় প্রদর্শিত হবে। কিন্তু আমার গত কালের টিউটি প্রথম পাতায় প্রকাশিত না হয়ে দ্বিতীয় পাতায় প্রকাশিত হয়েছে এটি কেন হল আমি জানি না। টেকটিউন্স কর্তৃপক্ষের কাছে আমি এর করণ জানতে চাচ্ছি। আমি বহু কষ্ট করে ৫ মিনিটে এক্সপি সেটআপ সংক্রান্ত একটি নতুন সফটওয়ার স্ক্রিনসর্ট সহ বিস্তারিত টিউন করেছি। কিন্তু এমন হলো কেন।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................
আপনি যখন টিউন করতে শুরু করেছেন তখন একটা টিউন নাম্বার পার্মালিংক দেওয়া হয়, এটা অনেকটা সিরিয়ালের মত।
ধরুন আপনার লিংক হল https://www.techtunes.io /help-ask/tune-id/XXXXx
তো পরের টিউনার এর পরের লিংকটিই পাবে যেমন http:// techtunes.io /help-ask/tune-id/XXXXy/z/………..
এর মাঝে পরের টিউনাররা আগে পোষ্ট করেছে আর আপনি পর পোষ্ট করেছেন ,কিন্তু আপনার লিংক অনুযায়ী তা সাজানো থাকবে,
আর তাই আপনার টিউনটি ২য় পেইজে