আপনারা যারা Themeforest এ Template upload করে থাকেন তারা কোথা থেকে template এর জন্য Image and Font download করেন।Theme forest এর নিয়মে দেখলাম ছবিটি এবং Font কোথা নিয়েছি তার ঠিকানা দিতে হবে এবং ছবি ও Font অবশ্যই বৈধ হতে হবে।pls আপনারা যেসব Website download এর জন্য ব্যবহার করেন সেগুলোর ঠিকানা দয়া করে দেন যাতে করে আমি এবং অন্যরাও উপকৃত হয়।Photoshopএ Template designing এর ক্ষেত্রে Colour font font size selectintg এর ব্যপারেও কিছু তথ্য দিয়েন।Psd template upload করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি বেশী গুরূত্ব দিতে হবে।960 Grid বলতে কি বুঝায় । আপনাদের উওরের অপেক্ষায় থাকলাম।এটি আমার Techtunes এ প্রথম লেখা তাই লেখায় ভূল থাকে পারে।
আমি মোঃ মাসুম পারভেজ (বাধন)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থিম ফরেষ্ট তথা এনভাটো গ্রুপ সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়ার জন্য নিচের সাইটটি ভিজিট করতে পারেন।
http://www.freelearnbd.blogspot.com