উবুন্টুতে Broadband internet setting কি ভাবে করব?

আমি উবুন্টুর একজন নতুন User। Windows XP-তে IP Address এবং DNS  Address দিয়ে Internet Connection-টি Active করতে জানি।
উবন্টুতে IP Address এবং DNS  Address দিয়ে Internet Connection-টি  কি ভাবে Active করব?

উবুন্টুতে Broadband internet setting এর বিষয়ে সাহায‌্য করুন Please.

উবুন্টুর Software Collection-এর Link থাকলে দিন।

Level 0

আমি আকরামুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যেহেতু উবুন্টুতে একেবারেই নতুন তাই আপনার জন্য সবচেয়ে ভালো হল My Network Connector ব্যবহার করা । নীচের লেখাটা দেখুন – https://www.techtunes.io/linux/tune-id/29030/

এর সবচেয়ে বড় সুবিধা হল সহজ ইন্টারফেস – শুধু আইপি , ম্যাক , ডিএনএস বসাবেন আর কানেক্ট করবেন ।

পোষ্টে ডাউনলোড লিন্ক পাবেন – আপনি General User দের জন্য যেটা আছে সেটা ডাউনলোড করবেন ।
আর উবুন্টুর সব সফট পাবেন Application -> Software Center এ । উইন্ডোসের মত একেকটা একেক যায়গা থেকে ডাউনলোডের আর ঝামেলা নাই ।
সফটওয়্যার সেন্টারে যে কাজের সফট খুজছেন তা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ।

লিনাক্সের দুনিয়ায স্বাগতম ।

লিনাক্সের দুনিয়ায় স্বাগতম। আপনার সমস্যার সমাধান যদি এখনও না হয়ে থাকে তবে আমাদের প্রযুক্তি ফোরামে সমস্যাটি নিয়ে পোস্ট করুন। ওখানে অনেক বড় বড় লিনাক্স গুরুরা আছেন কিনা………..