আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। চরম বিপদে আছি আমার সাইট এর VPS নিয়ে। আন ম্যানেজড VPS কিনলাম একটা দাম কম দেখে। কিন্তু এখন দেখি অন্য ফাপর। WHMCS সফটওয়্যার লাগবে তার। নইলে আমি কিছুই করতে পারব না। এখন আই WHMCS খুজে দেখি তার দাম মাসে $15। আমি গরিব মানুষ। এত টাকা পাই কই বলেন? সবে মাত্র শেয়ারড থেকে VPS এ আসলাম। ইনকামও অত ভাল না। তাই কারো কি জানা আছে যে WHMCS এর বদলে অন্য কোন সার্ভার ম্যানেজমেণ্ট সফটওয়্যার যা সস্তা অথবা ওপেন সোর্স?
জানালে কৃতজ্ঞ থাকব।
আমি Soumik zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WHMCS এর কোন প্রতিদন্দি থাকলে কি আর সবাই চালায় ভাই। চাইলে ক্র্যাক নিতে পারেন, বাট সিকিউরিটি বলে কিছু থাকবে না। হোস্টিং চালাতে হলে এইটুকু ইনভেস্ট তো করাই লাগবে ভাই