whmcs এর বিকল্প কি আছে?

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। চরম বিপদে আছি আমার সাইট এর VPS নিয়ে। আন ম্যানেজড VPS কিনলাম একটা দাম কম দেখে। কিন্তু এখন দেখি অন্য ফাপর। WHMCS সফটওয়্যার লাগবে তার। নইলে আমি কিছুই করতে পারব না। এখন আই WHMCS খুজে দেখি তার দাম মাসে $15। আমি গরিব মানুষ। এত টাকা পাই কই বলেন? সবে মাত্র শেয়ারড থেকে VPS এ আসলাম। ইনকামও অত ভাল না। তাই কারো কি জানা আছে যে WHMCS এর বদলে অন্য কোন সার্ভার ম্যানেজমেণ্ট সফটওয়্যার যা সস্তা অথবা ওপেন সোর্স?

জানালে কৃতজ্ঞ থাকব।

Level 0

আমি Soumik zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

WHMCS এর কোন প্রতিদন্দি থাকলে কি আর সবাই চালায় ভাই। চাইলে ক্র্যাক নিতে পারেন, বাট সিকিউরিটি বলে কিছু থাকবে না। হোস্টিং চালাতে হলে এইটুকু ইনভেস্ট তো করাই লাগবে ভাই

Vai box billing use korte paren. http://boxbilling.com

Level 3

ভাই কমমূল্যে WHMCS লাগলে এখনই যোগাযোগ করুন। আমরা স্বল্পমূল্যে WHMCS এর বাৎসরিক এবং মাসিক লাইসেন্স প্রদান করি। 01911844443

আপনি Billings এর জন্য ওপেন সোর্স এর কথা ভাছেন কেন ? আপনার টাকা পয়সা Domain + Host সব কিছুর মূল্যবান তথ্য জমা থাকবে Billings আপস এ তাই এটার Sucirity খুব করা ।
বরতমান এই industry তে WHMCS এর প্রতিদন্দি কেউ নাই , যেগুলো আছে খুব জপ্রিও না । আমার বেক্তিগত ভাবে ব্লেস্তা খুব ভাল লাগে https://account.blesta.com/order/config/index/blesta/?group_id=5&pricing_id=354

clientexec টাও অনেক সুন্দর http://demo.clientexec.com/
তবে ১জিবি HostGator Host Cpanel + 1 year WHMCS lisence = 5,000/- BDT
আমি আপনাকে দিতে পারব । চাইলে Frindly আমাদের সাপোর্ট এ একটা কল দিতে পারেন ০১৭২২-২২১১৪৫ অথবা ০১৮২২-২২১১৪৫ সকাল ১০ তা থেকে রাত ১০ টা ।

ভাই সবাই কি মন্তব্য করতেছেন WHMCS (www.whmcs.com) এইটা তো বিলিং সফটয়ার এইটা হোস্টীং ব্যাবসা করতে লাগে এইটা না ভাই আপনি চাচ্ছেন WHM/Cpanel দুইটা আলাদা ভাই অনেক আলাদা একটা আম আর একটা কাঠাল পাতা আচ্ছা যাই হোক।
আপনি অনেক ফ্রি Control Panel আছে তা ব্যাভার করতে পারেন ।
যেমন : Webmin (http://www.webmin.com/)
অথবা
Zpanel (http://www.zpanelcp.com/)
অথবা যদি একা ইউসার হন তাহলে
Server Pilot (https://serverpilot.io/)
ব্যাবহার করে দেখতে পারেন এইগুলো ফ্রী।
আর যদি আমি ভুল হয়ে থাকি আপনি সত্যি সত্যি Control panel নয় Hosting Billing Software খুজচ্চেন তাহলে ফ্রি WHMCS Alternative হল WHMBILL অথবা BOXBILL ভালো
ধন্যবাদ।