আমরা সবাই মোটামুটি কম বেশি ফেসবুক ইউসার, আমি কিছুদিন যাবত এক সমস্যায় পড়েছি। আমার কয়েকজন বন্ধু আমাকে সারাদিন ফটো ট্যাগ করতেই থাকে আর আমার নোটিফিকেশান আসতে থাকে সেই ফটো গুলোকে টাইমলাইনে আপ্রুভ করার জন্য। আবার আপ্রুভ না করলেও রাগ করে, তাই আমি চাই ফেসবুকে আমাকে কেউ কোনো ছবি বা ভিডিও ট্যাগ করতে পারবে না, অর্থাৎ ট্যাগ করার সময় আমার নামের অপশন আসবে না। এটার জন্য কি প্রসেস আছে কারো জানা থাকলে দয়া করে জানাবেন। প্রসেস যে অবশ্যই আছে তা আমি সিওর, আমি নেটে সার্চ দিয়ে দেখেছি সব পুরানো রেসাল্ট দেখায়। এখন ফেসবুক অনেক পালটে গ্যাছে, তাই নতুন ট্রিক্স কারো জানা থাকলে জানাবেন প্লিস।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
Setting——থেকে Timeline and Tagging—- তারপর Settings How can I manage tags people add and tagging suggestions এ যান, তারপর প্রথম অপশন টা ON করে দিন, পরের গুলো Only Me করতে পারেন,
ব্যাস কাজ হয়ে যাবে।
ধন্যবাদ।