সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি।
ব্রডব্যান্ড ইন্টারনেট বিষয়ক কিছু হেল্প চাই, জানতে চাই।
প্রথমে আমার কথা বলে নিই। আমি পাহাড়ে থাকি। আমার এলাকায় ব্রডব্যান্ড প্রোভাইডারের কাছ থেকে একটা ইন্টারনেট কানেকশন নিয়েছি। ২৫৬ কেবিপিএস স্পীড, মাসে ৪৫০ টাকা, স্পীড ২৩০ কেবিপিএস পাওয়া যায়।
এখানে আইপি গুলো ওপেন, যেকোন আইপি দিয়েই ইউস করা যায়, I meaan, ম্যাক ফিক্স করা নাই। আমার আইপি হল এরকমঃ 172.16.26.1-255, সাবনেটঃ 255.255.255.0,DNS 8.8.8.8
এখন আমার জানার বিষয় হলঃ
১। আমার আই এস পি এর স্পীড লিমিট কে কোনভাবে হ্যাক করা যাবে কিনা?
২। অথবা দুইটা আইপি কে যোগ করে ২৫৬+২৫৬ এভাবে স্পীড বাড়ানো যাবে কিনা?
৩। আমার এলাকা ছাড়া অন্য এলাকায় ও একই আই এস পি ব্রডব্যান্ড দিয়ে থাকে, আমি আমার নেটওয়ার্কে থেকে অন্য আইপি রেঞ্জের আইপি ইউস করতে পারব কিনা?
৪। আমার আই এস পির সম্পূর্ন ডিটেইলস এবং তারা কি কি আইপি রেঞ্জ ইউস করছে এবং সকল নেটওয়ার্কে কারা কারা ইউজার আছেন তাদেরকে দেখা সম্ভব কিনা? আমি নেট স্কেন ব্যাবহার করে আমার নেটওয়ার্কে যারা আছে তাদের দেখতে পাই।
৫। ওয়াই ফাই রাঊটার ইউস করে ওয়ান পোর্ট আর ল্যান পোর্টে একসাথে দুইটা কানেকশন ব্যাবহার করা যাবে কিনা এবং এতে স্পীড বাড়বে কিনা?
৬। ল্যান এর সাথে কানেক্টেড অন্যান্যদের সাথে কিভাবে ল্যান দিয়ে যোগাযোগ করা যায়?
স্পীড হ্যাক করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমি চাচ্ছি ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পর্কে , আই এস পি রা কিভাবে নেট স্পীড লিমিট করে, কিভাবে মনিটর করে এগুলো সম্পরকে জানতে। আশা করি জানতে পারব আপনাদের সহায়তায়।
Hamde Noyon ভাই নিম্নোক্ত পরামর্শ দিয়েছিলেনঃ
* যতটুকু পারলাম আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়ার চেষ্টা করলামঃ
উত্তরঃ ১। সম্ভব হতে পারে, তবে আমি নিশ্চিত নই কারন আপনার ISP কি ধরনের Connectivity আপনাকে দিয়েছে তা জানতে হবে, আপনি Net Limiter সফটওয়্যার টি ব্যাবহার করে দেখতে পারেন।
উত্তর ২। উপরের কাজটি করতে হলে একাধিক IP’র Bandwidth একত্র করতে হয়, তাই প্রশ্ন ২ এর কাজ ১ এই করতে হবে।
উত্তর ৩। আপনার ISP যদি আপনার এলাকা থেকে অন্ন এলাকায় P2P পদ্দতিতে Connection দিয়ে থাকে তাহলে পারবেন, এমনকি যদি কোন IP, USER MAC Fixed করা থাকে তাও পারবেন।
উত্তর ৪। ISP’র সকল Details নেওয়া সম্ভব নয়, কিন্তু Advanced IP Scanner দিয়ে Network এ থাকা সকল PC Name, MAC, IP, LAN Card Manufacture ইত্যাদি পাবেন।
উত্তর ৫। যদি আপনার ISP Wi-Fi Router Using সাপোর্ট দেয় বা IP গুলো Router এর জন্য Unlock থাকে তাহলে পারবেন, না থাকলে TP-Link/CISCO ব্যাবহার করে দেখতে পারেন। আর Router এর কাজ Internet Speed/Connectivity তাকে Wirelessly Route করা, Router ব্যাবহারে Internet Speed বাড়ার প্রশ্নই আসে না, হে LAN এ ভাল স্পীড পাবেন, Internet এ নয়।
উত্তর ৬। Teamviewer/RADMIN এছাড়াও আরো বিভিন্ন ধরনের Software রয়েছে।
কিন্তু নেট লিমিটার দিয়ে আমি নেট স্পীড আরো কমাতে পারছি, নেট স্পীড বাড়াতে পারিনি,আইপি কম্বাইন ও করতে পারিনি। যদি অন্য পরামর্শ থাকে জানাবেন।
আমি nurul afsar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।