পেওনিয়র এর কার্ড সংক্রান্ত সমস্যা, এক্সপার্ট ভাইয়েরা সাহায্য করেন

ভাই আমি আজকে আমার পেওনিয়র এর কার্ড দিয়ে ব্র্যাক বাংক এর এটিএম বুথ থেকে টাকা তোলার সময় আমার কার্ড তা রিটেইন করে নিয়েছে।। এখন বুঝতে পারছিনা যে আমি কি করবো?? মনে হল যে টেকটিউন্স এর টিউনার ভাইয়ে রা অবশ্যই আমাকে সাহায্য করতে পারবে... ভাই আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন... একটু বলে দেন যে এখন আমি কি করতে পারি...

Level 2

আমি abkaazad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কার্ডটি যে বুথে আটকে আছে সেখানকার গার্ডকে বললে হয়ত মেশিন খুলে বার করে দিত… আর যদি না দেয় তাহলে ওরা যখন টাকা ঢোকাবার জন্য মেশিন খুলবে তখন যেন সেটা বের করে রাখে এইটা বলে আসবেন। পরে গিয়ে নিয়ে আসবেন… আর কার্ড দিয়ে টাকা তোলবার আগে দেখে নিবেন কত টাকা আছে কার্ডে টাকা না থাকলে খামখা কার্ড বুথে ঢোকাবার কোন কারণ নাই। আর কোন সমস্যাই নাই… আপনি আপনার কার্ড অবশ্যই পাবেন।

Level New

আপনি নিকটস্থ ব্রাকব্যাংক শাখায় একটা কমপ্লেইন দিয়ে আসেন । “রাজার রাজা” ভাই যে পদ্ধতির কথা বলেছে সেটা অসম্ভব । কোন এটিএম বুথের কোন গার্ড এর ক্ষমতা নাই যে মেশিন খুলে বের করে দিবে । বুথ এ টাকা ঢুকাবার সময় যে লোকরা আসে তারা কার্ড টা নিয়ে ব্যাংক এর নিকটস্থ শাখায় জমা দেয় । তারা গার্ড এর কাছে কখনও কার্ড রেখে আসবে না । আপনি বুথে গিয়ে কোন কাস্টমার রিলেশন ম্যানেজার এর কাছে গিয়ে সব খুলে বললে আপনাকে একটা এপ্লিকেশন দিতে বলবে । আপনি সেটা দিয়ে আসবেন । ওরা কার্ড পেলে আপনাকে জানাবে এবং নিয়ে যেতে বলবে ।
বাংলাদেশী অন্য কোন ব্যাংক এর হলে ওরা কার্ডটা সেই ব্যাংক এর মুল শাখায় পাঠিয়ে দেয় । যেহেতু আপনার কার্ডটা পেয়নিয়ার এর এজন্য আপনাকে ব্রাক ব্যাংক এর কাছেই যেতে হবে । আর যদি কোন কারনে কার্ড টা আপনি না পান , তাহলে পেয়নিয়ারকে ইমেইল করে জানান । ওরা কার্ডটা ব্লক করে দিবে এবং আপনাকে নতুন কার্ড পাঠাবে ।