আমি সম্প্রতি মেলা থেকে একটি Acer AO532H মডেলের নেটবুক কিনেছি। এখন সমস্যা হলো এটিতে একটাই পার্টিশন দেয়া আছে। এটাতে জেনুইন xp সেটাপ থাকার কারনে windows সেটাপ দিতেও মন চাচ্ছেনা। আমিকি আমার xp কে ঠিক রেখে পার্টিশনগুলো ভাগ করতে পারবো? আমি Disk Manegment এ গিয়ে দেখেছি সেখানে আরেকটি পার্টিশন দেখা যাচ্ছে কিন্তু সেটাকে কোনভাবে ই Access করতে পারলামনা। আমাকে ল্যাপটপের সাথে কোন ড্রাইভার সিডি দেয়নি। আমি যদি উইন্ডোজ সেটাপ দি তবে ড্রাইভারগুলোর ব্যাবস্থা কিভাবে করব? যদি পারেন আমাকে হেল্প করবেন প্লিজ।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
যদি নতুন কোন উইন্ডোজ দেন তবে আপনার কোন ড্রাইভার লাগবেনা। আমার ল্যপটপে আমি উইন্ডোজ দিলে কখনো মাদার বোর্ড ডিস্ক দিতে হয়নি। পার্টিশন ভেঙ্গে আবার নতুন করে দিয়ে দেখেছি কোন ড্রাইভার ছাড়াই সাউন্ড বা অন্যান্য কাজ হয়েছে। আর পার্টিশন আলাদা করার জন্য অন্য কোন উপায় খাটিয়ে দেখুন।