সাহায্য চাই, ল্যাপটপের পার্টিশন একটাই

আমি সম্প্রতি মেলা থেকে একটি Acer AO532H মডেলের নেটবুক কিনেছি। এখন সমস্যা হলো এটিতে একটাই পার্টিশন দেয়া আছে। এটাতে জেনুইন xp সেটাপ থাকার কারনে windows সেটাপ দিতেও মন চাচ্ছেনা। আমিকি আমার xp কে ঠিক রেখে পার্টিশনগুলো ভাগ করতে পারবো? আমি Disk Manegment এ গিয়ে দেখেছি সেখানে আরেকটি পার্টিশন দেখা যাচ্ছে কিন্তু সেটাকে কোনভাবে ই Access করতে পারলামনা। আমাকে ল্যাপটপের সাথে কোন ড্রাইভার সিডি দেয়নি। আমি যদি উইন্ডোজ সেটাপ দি তবে ড্রাইভারগুলোর ব্যাবস্থা কিভাবে করব? যদি পারেন আমাকে হেল্প করবেন প্লিজ।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি নতুন কোন উইন্ডোজ দেন তবে আপনার কোন ড্রাইভার লাগবেনা। আমার ল্যপটপে আমি উইন্ডোজ দিলে কখনো মাদার বোর্ড ডিস্ক দিতে হয়নি। পার্টিশন ভেঙ্গে আবার নতুন করে দিয়ে দেখেছি কোন ড্রাইভার ছাড়াই সাউন্ড বা অন্যান্য কাজ হয়েছে। আর পার্টিশন আলাদা করার জন্য অন্য কোন উপায় খাটিয়ে দেখুন।

আপনি যেহেতু জেনুইন এক্সপি ব্যবহার করছেন এবং সাথে কোন সিডি দেয়া হয়নি, তবে আপনি আপনার সি ড্রাইভে খুজে দেখতে পারেন যেখানে আপনি এক্সপি এর সিডি রাইট করার অপশন পাবেন। আর যে ড্রাইভটি আপনি access করতে পারছেন না, সেটি সম্ভবত recovery drive, যে ড্রাইভে এক্সপি এর একটি কপি থাকে। আপনি যখন পুনরায় ইন্সটল দিতে চাইবেন, তখন সিডি ছাড়াই আপনি সেটাপ দিতে পারবেন।
আর আপনি যদি এক্সপি এর কোন পরিবর্তন না করে আরও ড্রাইভ করতে চান তবে computer–>manage–>disk management এ গিয়ে সি ড্রাইভের উপর রাইট ক্লিক করে shrink volume এ ক্লিক করুন। তখন আপনার হার্ডডিস্কের মেমরীর উপর ডিপেন্ড করে মেমরী আলাদা করতে পারবেন ও ঐ মেমরি দিয়ে ড্রাইভ create করতে পারবেন।

Level 0

আপনি আপনার ড্রাইভার গুলো কোন এক্সপার্ট দ্বারা ডিস্কে বেক আপ নিয়ে নিন না হয় পরবর্তিতে ফরমেট দিলে যদি কোন ভাবে ড্রাইবার না নেয় তবে কাদা ছারা আর উপায় থাকবেনা

মারুফ সাহেব আপনি “ডাবল ড্রাইভার” সফটওয়্যারটা ব্যবহার করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি সব ড্রাইভারই ব্যাকআপ রাখতে পারবেন।

বিস্তারিত জানতে আমাকে জিমেইলে এড করেন এবং মেইল করেন।
[email protected]