অ্যাডসেন্স নিয়ে পরীক্ষা করতে গিয়ে গুগল অ্যাডসেন্স আপ্প্রভ হয়ে গেছে এখন কিছু প্রশ্ন আপনাদের কাছে। দয়া করে একটু সাহায্য করেন।

আমার এই মুহুত্যে গুগল অ্যাডসেন্স এর কোন দরকার ছিল না । তবুও জানার বসে অ্যাপ্লাই করে পালাইছি। এখন আপ্প্রভ হয়ে গেছে কি আর করা। আমি ইউটিউব থেকে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করি। আমার টাকা আয়ের কোন ইচ্ছে এখন নাই। কারন আমার কোন ব্লগ বা ওয়েব সাইট নাই। আমার চিন্তা এখন একটাই কিভাবে এটি ধরে রাখতে পারি। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন ।
১. শুধুমাত্র ইউটিউব এ অ্যাডসেন্স থাকলে কোন সমস্যা হবে কিনা।
২. আমি যদি কোন ভিডিও আপলোড না করি তা হলে কোন সমস্যা হবে কিনা।
৩.আমি যদি ১০-১৫ দিন অ্যাডসেন্স/ ইউটিউব এ লগিন না করি তা হলে কিছু হবে কিনা।
৪. ইউটিউবএ এখন এড অটোমেটিক হচ্ছে , আমার আর কিছু করা লাগবে কিনা।
৫. ইউটিউব এবং অ্যাডসেন্স এর এই দুইটার মাঝে আর কি কি কাজ করতে হবে মানে কি কি জানতে হবে। কোন পোস্ট থাকলে আমাকে লিংক টা দয়া করে দিবেন।


আমার কথা একটাই আয়ের দরকার নাই সুধু অ্যাডসেন্স টা যেন ব্লক না হয়। তার জন্য কি কি করা দরকার একটু সাহায্য দরকার।
ফেসবুকে আমি - Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অ্যাডসেন্স রেসপন্স না পেলে ব্লক হয়ে যাবে!

Are vai eto shohoje peyechen to voy ki? Block hole abr paben. Youtube theke adsense meya 1 2 r byapar.

    @আরিফ বিল্লাহ: তাহলে ভাল কথা