কানেকটিভিটি সম্পর্কে আপনার গঠনমূলক পরামর্শ ও প্রশ্ন জানান

ডিজিটাল বাংলাদেশ গড়ায় কানেকটিভিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি দেশে কানেকটিভিটি বিষয়টি নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে। উপগ্রহ যোগাযোগ, সাবমেরিন ক্যাবল সংযোগ, টেলিডেনসিটি বাড়ানো, ইন্টারনেট সংযোগ পরিব্যপ্ত ও সহজলভ্য করা ইত্যাদি বিষয়গুলো নিসন্দেহে কানেকটিভিটির উল্লেখযোগ্য ক্ষেত্র। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ খু্ব শিগগিরই মহাকাশে নিজস্ব যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করবে।কবে, কখন এই দীর্ঘ প্রতীক্ষিত কাজটি সম্পন্ন হবে,কখন দেশবাসী নিজস্ব উপগ্রহের মাধ্যমে উন্নততর, সস্তাতর ও দ্রুততর যোগাযোগের সুযোগ পাবে, সে বিষয়টি তাদের কাছে এখনো স্পষ্ট নয়। একই সাথে সংশ্লিষ্ট পক্ষ থেকে আরো বলা  হচ্ছে, দেশ খুব শিগগিরই যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় আরেকটি সাবমেরিন ক্যাবল লাইনের সাথে। দ্বিতীয় এই সাবমেরিন ক্যাবল সংযোগ কবে, দেশে কোন অঞ্চল দিয়ে  প্রবেশ করবে, কিভাবে দেশবাসী এ সংযোগ পেতে যাচ্ছে, এর ফলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ কতটুকু সহজলভ্য হবে, ইন্টারনেটের ব্যান্ডউইডথের দামই কতটুকু কমবে কিংবা এখনো দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কেনো রয়ে গেল সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে, দেশে টেলিডেনসিটির মাত্রা কবে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে, সর্বোপরি দেশের কানেকটিভিটি অবকাঠামো এমন উচ্চতায় উঠে আসবে, যা কার্যত তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত হবে, এ নিয়ে নানা জনের আছে নানা প্রশ্ন ও নানা মত।

সুষ্ঠু উপায়ে বাংলাদেশ এই কানেটিভিটি সম্পূর্ণতা অর্জনে কোন পথে, কোন কৌশলে সে ব্যাপারে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রকাশের উত্তম মাধ্যম হতে পারে ডিজিটাল বাংলাদেশ ব্লগ। সচেতন যেকোনো নাগরিক কিংবা সংশ্লিষ্ট তথ্যাবিজ্ঞজনেরা এ ব্যাপারে এগিয়ে আসলে দেশ-জাতি উপকৃত হবে।   কানেকটিভিটি প্রশ্নে আপনাদের গঠনমূলক পরামর্শ ও মনে জাগা প্রশ্ন কমেন্ট আকারে আমাদের ব্লগে লিখে জানান। আপনাদের প্রশ্ন সংশ্লিষ্টজনদের কাছে উপস্থাপন করে এর সমাধান খোঁজার চেষ্টা করব আমরা।

আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ভিজিট করুন: http://www.digitalbangladesh.gov.bd/bangla/blog.php?ID=227

Level 0

আমি ডিবিব্লগ এডিটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Digital Bangladesh is not a promise for a different Bangladesh but for the same one where technology is used merely as a tool to ensure that people receive services they deserve and expect at their doorsteps.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস