কিছু পাঠ্য বইয়ের Digital Version তৈরী করা নিয়ে বিজ্ঞ ভাইদের পরামর্শ লাগবে। (এতে ছাত্র ভাইদের অনেক উপকার হবে।)

আসসালামু আলাইকুম।
বিজ্ঞ ভাইদের থেকে পরামর্শ নেওয়ার জন্য আমার এই Post ।

আমি Inter Mediate 1st Year এ পড়ি।
আমি মনে করি, প্রায় সবার হাতে Audio Supported
মোবাইল আছে। এবং আমি মনে করি এই
মোবাইল দ্বারা পড়ালেখা চালানো গেলে খুবই
ভাল হবে। অর্থাৎ প্রাথমিক ভাবে English & Bangla
এর Audio Version বের করা।

English এর Digital (Audio) Version যেভাবে
তৈরী করতে হবে বলে আমি মনে করিঃ

১। প্রথমে নির্দিষ্ট Passage এর শব্দার্থ গুলো বলে
প্রত্যেকটি দ্বারা ৩ টি করে উদাহরণ দেওয়া।
(তাহলে মনে থাকবে বেশী)
২। Passage এর প্রত্যেকটি Sentence এর প্রত্যেকটি Word
ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলে পুরো Sentence এর অর্থ বলা।

Bangla এর Digital (Audio) Version যেভাবে
তৈরী করতে হবে বলে আমি মনে করিঃ

১। প্রথমে নির্দিষ্ট গল্প বা কবিতার শব্দার্থ গুলো বলে
প্রত্যেকটি দ্বারা ৩ টি করে উদাহরণ দেওয়া।
(তাহলে মনে থাকবে বেশী)
২। লেখকের জন্ম ও মৃত্যু সাল সহ লেখক
পরিচিতি ও তার বিখ্যাত সাহিত্য, কবিতা,
গ্রন্থ ইত্যাদি বলা।
৩। গল্প বা কবিতার মূল বক্তব্য বিস্তারিত বলা।
৪। গল্প বা কবিতার প্রত্যকটি লাইন পড়ে এর মূল কথা বলা।

যেহেতু Bangla একটি সৃজনশীল বিষয় এভাবে পড়লে
অনেক এগুতে পারা যাবে।

আর এভাবে যদি বইয়ের Digital (Audio) Version তৈরি
করা যায় তাহলে হাঁটা চলায় Mobile থেকে Play করে
শুনতে পারা যাবে। ফলে আমাদের লেখাপড়া একটু হলেও
সোজা হবে।

জানিনা এই চিন্তা ও পরিকল্পনার কি হয়?
তবে আশা রাখি বিজ্ঞ ভাইয়েরা চিন্তা, গবেষণা, ও পরামর্শ
দ্বারা Help করবেন।

এই আশায় নিচের Comment এর দিকে তাকিয়ে রইলাম

My Facebook ID: http://www.facebook.com/rashed351335

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

Level 0

আমি rashed351335। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস