আমার ডেভেলপ করা এন্ড্রয়েড মোবাইল চালিত প্রথম এপলিকেশান ফৌজদারি আইন ১৮৯৮.। এন্ড্রয়েডের জন্য গুগল প্লেতে দরকারী সব এক্টি পাওয়া যায়, সেগুলো বেশির ভাগই ইন্ডিয়ান ডেভেলপারদের, তবে এই আইনটি ১৯৭৩ সালে এমেন্ড হওয়ায় জেনুইন আইনের এপটি play তে পাওয়ায় যায়না। তাই আমি প্রথমে এই এপটি ডেভেলপ করলাম। এডভোকেট শীপ পরীক্ষার উপর দুইটা এপ্লিকেশনের প্রোগ্রামিং চলতেছে।
কিন্তু গুগলপ্লে তে আমার কোন ডেভেলপার আইডি না থাকায় এপটি আপলোড দিতে পারতেছিনা । আপনাদের মধ্যে যাদের ডেভেলপার আইডি আছে তাদের কেউ একজন যদি আপলোড করে দেন তাহলে আমি এবং আইনের ছাত্ররা উপকৃত হব আশা রাখি। আমার সাথে কন্ট্রাক্ট করার জন্য এখানে কমেন্ট করেন অথবা আমার ফেইসবুক আইডিতে মেসেস করুন। টেকটিউন্স প্রোপাইলেও আমার কন্ট্রাক্ট এড্রেস দিয়ে দিয়েছি।
এই আপ্সটি সম্পূর্ণ ফ্রি হিসেবেই আমি প্লেতে দিতে চাই, এপ্সটি প্লেতে আপলোড হলে সকলের জন্য একটা টিউন করে উন্মুক্ত করে দি্ব, ইন্সাল্লাহ। এপ্সটি দেখার জন্য আমাকে ফেইসবুকে ম্যাসেস করতে পারেন FB.COM/NUMIAZI [email protected]
আমাকে হেল্প করার জন্য টেকটিউনস টিমের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল......
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
অন্যকোন ডেভলপার আপলোড করে দিলে তো অ্যাপস এর ক্রেডিট আপনার থাকবে না। অবশ্য ডেভলপার অ্যাকাউন্ট করতে বেশ কিছু পয়সা দিতে হয় গুগলকে।