প্রথমে আমি ধন্যবাদ জানাই টেকটিউনের সকল টিউনারদের যাদের জন্য আমি আজ গুগল অ্যাডসেন্স পেয়েছি। ইনকাম করতে পারি আর না পারি।
১ম সমস্যাঃ -
এখন সমস্যা হচ্ছে আমার কোন ইংলিশ ব্লগ সাইট ছিলনা । বহু কষ্টে একটা সাইট তৈরী করলাম চারটা পোষ্ট ও করলাম গতকাল ভাবলাম দেখি অ্যাডসেন্স এর এড বসিয়ে কেমন দেয়া যায়। কিন্তু আজ এখনো পর্যন্ত এড দেখাচ্ছেনা । আমি এখন কি করতে পারি। দয়া করে সাহায্য করেন। এবং মন্তব্য করবেন কেমন হয়েছে।
২য় সমস্যাঃ -
আমি যে টেমপ্লেটটি ব্যবহার করেছি এটার মধ্যে দেখবেন MENU, ABOUT, MANU2 এগুলি কিভাবে EDIT করবো আমাকে দয়া করে বলবেন। এবং যদি কোন টিউনার ভাই পারেন তাহলে এই বিষয়ে একটি পোষ্ট করেবন।
টেকটিউনর এডমিন ভাইদের প্রতি আমার অনুরুধ আমি দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ৯ ঘন্টা টেকটিউনে কাটায় কোন ব্যবস্থা থাকলে চেক করে দেখতে পারেন।
দয়া করে যদি কোন টিউনে অথবা টিউমেন্ট এ ভূল করি তাহলে আমাকে জানাবেন। আমি সতর্ক হয়ে যাব। আমার আই ডি বাদ করবেন না।
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Number 1- apnar adsense ta somvoboto hosted account. ar ai dhoroner account e bangladesher jonno ad show hote problem hocce.
Number 2- apnar blogger template editor e jan sekhane ai somosto menu add ba remove korte parben.
Thanks