আমার ব্লগে গুগল অ্যাডসেন্স এর এড দেখাচ্ছেনা দয়া করে সাহায্য করেন।

প্রথমে আমি ধন্যবাদ জানাই টেকটিউনের সকল টিউনারদের যাদের জন্য আমি আজ গুগল অ্যাডসেন্স পেয়েছি। ইনকাম করতে পারি আর না পারি।

১ম সমস্যাঃ -

এখন সমস্যা হচ্ছে আমার কোন ইংলিশ ব্লগ সাইট ছিলনা । বহু কষ্টে একটা সাইট তৈরী করলাম চারটা পোষ্ট ও করলাম গতকাল ভাবলাম দেখি অ্যাডসেন্স এর এড বসিয়ে কেমন দেয়া যায়। কিন্তু আজ এখনো পর্যন্ত এড দেখাচ্ছেনা । আমি এখন কি করতে পারি। দয়া করে সাহায্য করেন। এবং মন্তব্য করবেন কেমন হয়েছে।

২য় সমস্যাঃ -

আমি যে টেমপ্লেটটি ব্যবহার করেছি এটার মধ্যে দেখবেন MENU, ABOUT, MANU2 এগুলি কিভাবে EDIT করবো আমাকে দয়া করে বলবেন। এবং যদি কোন টিউনার ভাই পারেন তাহলে এই বিষয়ে একটি পোষ্ট করেবন।

টেকটিউনর এডমিন ভাইদের প্রতি আমার অনুরুধ আমি দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ৯ ঘন্টা টেকটিউনে কাটায় কোন ব্যবস্থা থাকলে চেক করে দেখতে পারেন।

 

দয়া করে যদি কোন টিউনে অথবা টিউমেন্ট এ ভূল করি তাহলে আমাকে জানাবেন। আমি সতর্ক হয়ে যাব। আমার আই ডি বাদ করবেন না।

আমার সাইট এখানে

Level 0

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Number 1- apnar adsense ta somvoboto hosted account. ar ai dhoroner account e bangladesher jonno ad show hote problem hocce.

Number 2- apnar blogger template editor e jan sekhane ai somosto menu add ba remove korte parben.
Thanks

    @user11: A lot of thanks,

    1. add shaw korar jonno ke korte pare?

      Level 0

      @কামরুল ইসলাম: akta blog banaye adsense e apply koren approved hole 500 ta site e ad dite parbe.

@ কামরুল ইসলাম, user 11 vai er suggestion ta nin or Domain and hosting kine blog banie hosted adsense ke upgrade korun

Level 0

কামরুল ইসলাম ভাই এই মেসেজ টা আপনার আর সব ব্লগার ভাইদের জন্য। আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি। যার নামঃ “ব্লগ / ওয়েবসাইটে এড ক্লিক এক্সচেঞ্জ” Blog or Website’s Ad Click Exchange । এই গ্রুপের মেম্বারদের কাজ হলো প্রত্যেকে প্রত্যেকের ব্লগ/ওয়েবসাইটে প্রতিদিন এড এ ২টা ক্লিক আর ১টা কমেন্ট পোষ্ট করতেহবে । যার মাধ্যমে আমরা যার যার ব্লগ/ওয়েবসাইট থেকে আরো অতিরিক্ত ইনকাম শুরু করতে পারব আর ভিজিটর এবং ইমপ্রেসন ও বাড়বে। এই সুবিধা পেতে এডসেন্স অথবা অন্যান্য কোম্পানির এড গ্রহনযোগ্য । আশাকরি আমার সব ব্লগার ভারা আমার সাথে এক মত হবেন, কারন ছোট ছোট বালিকনা বিন্দু বিন্দু জল । আমরা সব ব্লগার ভাইরা যদি একজোট হই, তাহলে প্রতি মাসে ভাল পরিমান একটা টাকা ঘড়ে নিয়ে আসতে পারব । রিপ্লাই এর জন্য অপেক্ষায় রইলাম । ধন্যবাদ