আমি টেলিটকের নেট ব্যাবহার করি। Mircroworkers এ রেজিট্রেশন করতে যাবার পর ওরা বলে এই IP অন্য কেউ ব্যাবহার করেছে। আমি কিভাবে আমার এই নেট দিয়ে Mircroworkers রেজিট্রেশন করতে পারি এই ব্যাপারে হেল্প দরকার। অথবা কিভাবে আমি IP FIX করতে পারি যেন প্রতিবার কানেকশনের সময় আমার IP change না হয়.....।
অামার এখানে ব্রডব্যান্ড নেই, শুনেছি Banglalion fix IP দেয় এটা কি ঠিক?
আমি techter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Mircroworkers এ মোবাইল দিয়ে একাউন্ট খুলুন। তারপর পিসি থেকে লগ ইন করুন। আই,পি সক্রান্ত সমস্যা হবে না আশা করছি।