আমি এখনও অ্যান্ড্রয়েড ব্যবহার করি না। আশা করি খুব শীগ্রই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো। আর ফোন হিসেবে আমার কাছে কমদামের মধ্যে Walton GH2 ও Walton GH+ এর স্পেছিফিকেশন খুব ভাল লেগেছে। Walton GH+ ফোনটাতে OTG সাপোর্ট করবে। আমার খুব জানতে ইচ্ছে করছে, GH+ এ কি OTGর মাধ্যমে এক্সটারনাল কী-বোর্ড ব্যবহার করা যাবে? যদি যায়, তবে তা কি পিসির কী-বোর্ড নাকি OTGর জন্য আলাদা কী-বোর্ড কিনতে হবে?
কী-বোর্ড ব্যবহার করা আমার জন্য খুব জরুরী, কারণ ফোন কেনার মূল উদ্দেশ্য ফোনটা ব্যবহার করে প্রোগ্রামিং প্রাক্টিস করা। আর কী-বোর্ড ছাড়াতো টাইপ করতে খুব সমস্যা।
প্লিজ, জানাবেন।
আমি মোঃ আব্দুল্লা আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার জত টুকু ধারনা আপনি কম্পিউটার এর কি বোর্ড ব্যাবহার করতে পারবেন তবে কখনও ট্রাই করিনাই !