ওয়েবপেজ ডিজাইন এর ভবিষ্যত কেমন? কোথায় শিখব?

দুইদিন পূর্বে আমার এক ভাই বললেন ওয়েব পেজ ডিজাইন শেখার জন্য। উত্তরার জসিমউদ্দিন রোড এ Elit Educare নামে একটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি ১বছরের ডিপ্লোমা কোর্সে PHP, Web Development, Web Design, SEO, RIA শেখাবে। কোর্স শেষে ৬মাসের ইন্টার্নিশিপ করার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। কোর্স ফি  ১বছরে পরিশোধ করতে হবে মোট ৪৮,০০০/- টাকা।

এখন আমার প্রশ্নগুলো হল:

  • ওয়েব পেজ ডিজাইনের কোর্সগুলো কোথায় করলে ভাল হবে?
  • এই কোর্স করলে আমাদের দেশে ক্যারিয়ার এর কি রকম সুযোগ আছে?
  • আপনারা কেউ কোর্স করে থাকলে কোথায় করেছেন?
  • কোর্স শেষে কে কি করছেন?
  • ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন কোনটা শিখলে ভাল হবে?

বুঝতে পারছি না কি করা উচিত। আপনাদের সুচিন্তিত মন্তব্য কামনা করছি।

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাম্য ভাই এই ব্যাপারে অভিজ্ঞ

    আমি প্রথমেই লাঞ্জুর সাথে কথা বলেছি। 😀

আপনার প্রশ্নের উত্তর গুলো –
১. বাংলাদেশে অনেক ওয়েবপেজ ডিজাইন শেখায় এমন প্রতিষ্টান আছে। সম্ভাব্য অভিজ্ঞদের কাছ জেনে নেন কোথায় শিখলে ভাল হবে। আমি রংপুরে থাকি। ডেফেডিল-গ্রামীন আইটি এডুকেশন লিমিটিড এ শিখছি এখনো, মোটামুটি ভালই শিখছি।:)
২. এই কোর্স করলে বাংলাদেশে আপাতত কোন ভাল কিচু করার সম্ভবনা নাই। তবে, ফ্রিলান্সিং এর মাধ্যমে আউটসোর্সিং করতে পারলে ভাল করবেন।:)
৩. এই প্রশ্নে উত্তর ১নং এ দিয়েছি।:)
৪. কোর্স এখনো শেষ হয়নাই। আরো ৪মাস লাগবে। শেখ হোক দেখি কি করা যায়।
৫. ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন একটি আরেকটির সাথে গভীর ভাবে জড়িত। সুতরাং, পারলে দুইটাই করবেন। 🙂

ভাল থাকবেন।

Level 2

শাওন ভাই- আপনার কোর্স ফি কত লাগছে? আর কি কি শেখানো হচ্ছে? কয় মাস মেয়াদী কোর্স ছিল? যেহেতু আপনি বর্তমানে কোর্সটি করছেন তাই আমার মনে হয় আমার প্রশ্নের উত্তরগুলো আপনি ভাল দিতে পারবেন। আমাকে ফেসবুকে Add করুন। lanju লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

সাম্য ভাইয়ের সাথে আমি কথা বলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জেনেছি। ধন্যবাদ সাম্য ভাইকে। নাহ ধন্যবাদ দিয়ে ছোট না করাই ভাল। আবার কবে সাহায্য লাগে। পরে একবারে বড়ড়ড় একটা ধন্যবাদ দিয়ে দিলেই হবে।

সবাইকে ধন্যবাদ। ….

    ওয়েব ডিজাইনের ভবিষ্যত ভালো, bdjobs.com ঢুকে IT/Telecommunacation sector গিয়ে দেখতে পারেন কত ওয়েব ডিভলপার/ডিজাইনার এর সার্কুলার।আমার কাছে মনে হয় এটাই একমাত্র একক বিষয় যেটার উপর সর্বাধিক চাকরি পাওয়া যাচ্ছে।
    বুয়েটসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এর উপর কোর্স করায়।তবে বুয়েটের কোর্সটি মডারেট কোর্স অর্থাৎ যারা আগে থেকেই ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামোটি জানেন তারা এখানে কোর্সটি করলে বেশি উপকৃত হবেন।এখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে।বিডিজবস,সাইফুর’স,জেনুইনি আইটি ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানও এ কোর্স করায়।
    আমি বুয়েট থেকে কোর্সটি করেছি।বর্তমানে এককভাবে দেশের সর্ববৃহৎ পূর্নাঙ্গ টিউটোরিয়াল(ওয়েব ডিভলপমেন্ট/ডিজাইন এর উপর) ভিত্তিক সাইট তৈরীর কাজে ব্যাস্ত আছি যেটা সম্পূর্ন বাংলায় হবে।
    গ্রাফিক্স ডিজাইন এর বাজার মোটামোটি ভাল,শিখতে পারেন এটা শেখা খুব সহজ।তবে ওয়েব ডিভলপমেন্ট/ডিজাইন শেখা বেশ কঠিন।

    আমার কোর্স ফি রাগছে ১২,০০০ টাকা। আর মেয়াদ মাত্র ৬মাস। প্রতমে মেয়াদ আর কোর্স ফি শুনে মনে হয় যে তেমন কিছুই শিখতে পারবো না এখানে। কিন্তু, ক্লাস শুরু করে দেখলাম এবং এখনো দেখতেছি, অনেক অনেক ভাল শিখায়। আর আপনাকে ফেসবুকে এ্যাড করেছি। এ্যক্সেপ্ট করেন। 🙂

লাঞ্জু ভাই একটি জটিল জিজ্ঞাসা টিউন করলেন। আমার ও এ কোর্স করার আগ্রহ আছে। অবিজ্ঞ রা আওয়াজ দেন।

আমিও শিক্ষতে চাই……

@ সবাইকে বলছি। ওয়েব ডিজাইন শিখে অন্তত ফ্রিলান্সিং এ নিজের ক্যারিয়ার টারে বাড়াইতে পারেন।

আমিও শিক্ষতে চাই……কোথায় শিখলে ভালো হবে।

Level 2

ঢাকাতে কোথায় শিখলে ভাল হবে, কেউ জানলে এখানে শেয়ার করুন।

    ভাই আমিও শিখতে চাচ্ছি আমি কাল একটা ওয়েব সাইট পেয়েছি যা আপনার ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাও বাংলায় http://tutorialbd.com আমি ঢাকার ময়াখালি একটা সেন্টারে আলোচনা করেছি তারা ওয়েব ডিজাইন এবং ইন্টারনেটে আয় সম্পর্কে একটি কোর্স করায় তিন মাসের যার খরচ পড়বে ৮ হাজার টাকা। তবে বুয়েট এবং ডেপোডিলে এর উপর এক বছর / ছয় মাসের কোর্স করায়। এখন আমি বুঝতে পারছি না কোথায় করবো। আপনি এই নাম্বারে ০১৯১৬৬৬৯৯৯১। তবে আপনি টিউটরিয়াল বিডিতে ক্লিক করে দেখবেন।

আর কোথাও ঘুরাঘুরি না কইরা http://www.w3schools.com এ যাইয়া ফ্রি শিখেন।
এখান থেকে বেসিক ধারনা নিয়ে তারপর টাকা দিয়ে শিখুন…… ভালো হবে।

    আপনি ঠিকই বলেছেন। বেসিক ধারনা ছাড়া বাল কিচু করা যাবে না এই লাইনে। আমি http://www.w3schools.com থেকে HTML & CSS শেষ করে তবেই প্রাতিষ্টানিক কোর্স করতেছি।

আসলে এই সাইটটি ইংরেজি তাই (যারা ইংরেজিতে একটু দুর্বল) অনেকের ইংরেজি টিউটরিয়াল দেখে শিখাটা প্রকৃত পক্ষে সন্ভব হয় না আমি যেই সাইটের ঠিকানা দিয়েছি তা সম্পূর্ন বাংলা ভাষায়। এটি হলো http://tutorialbd.com/bn/?cat=19। এটি আসলে দারুন সাইট এতে আপনি অনেককিছু শিখতে পারবেন।

    তবে MS-Technology BD (Pvt.) LTD ভাই যেই সাইটের ঠিকানা দিয়েছেন তা অত্যন্ত উপকারী।

Level 0

daffodil international university – te sunlam valo course koray Graphics er upor..
ami recently okane ekta course korte agrohi..
apnader mota’mot ki…??
r ami GRAPHICS sommonde mutamuti valo jani – tai ADVANCE EKTA COURSE A AGROHI..
plz give me some suggestions….